ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ ক্রিকেটের এবারের আসরে গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্সের হয়ে খেলবেন বাংলাদেশি অলরাউন্ডার সাকিব আল হাসান। বাংলাদেশের টেস্ট অধিনায়ককে সরাসরি চুক্তিতে তাকে দলে ভিড়িয়েছে গায়ানা। সিপিএলে অংশ নিতে ইতোমধ্যেই বিসিবির ছাড়পত্র পেয়েছেন সাকিব। ক্রিকেট অপারেশন্সের চেয়ারম্যান জালাল ইউনূস বিষয়টি নিশ্চিত করেছেন।
সেই হিসেবে এবারের সিপিএলে একমাত্র বাংলাদেশি খেলোয়াড় সাকিবই। সিপিএলের এখন পর্যন্ত তিনবার অংশ নিয়েছেন সাকিব। ২০১৬ ও ২০১৭ সালে জ্যামাইকা তালওয়াসের হয়ে খেলেন তিনি। জ্যামাইকার হয়ে প্রথমবারের মতো শিরোপা জয়ের স্বাদ পান।
এরপর ২০১৮ সালে বার্বাডোজ ট্রাইডেন্টসের হয়ে খেলেন সাকিব আল হাসান। আগামী ৩০শে আগস্ট থেকে মাঠে গড়াবে এবারের সিপিএল। পর্দা নামবে ৩০শে সেপ্টেম্বর।