শনিবার, ২৭ জুলাই ২০২৪, ০৯:৫৬ পূর্বাহ্ন

গাজা থেকে ইসরায়েলে রকেট হামলা

রিপোর্টারের নাম :
আপডেট : জুন ১৮, ২০২২

ইসরায়েলি বাহিনীর হাতে তিন ফিলিস্তিনি নিহত হওয়ার একদিন পর দেশটিতে রকেট হামলার ঘটনা ঘটেছে। শনিবার (১৮ জুন) ভোরে গাজা থেকে ইসরায়েলে একটি রকেট ছোড়া হয় বলে জানিয়েছে আইডিএফ। তবে আয়রন ডোম দ্রুতই রকেটটিকে ভূপাতিত করে দেয়।

জেরুজালেম পোস্ট এক প্রতিবেদনে জানিয়েছে, এলাকার বাসিন্দারা বিস্ফোরণের শব্দ শুনতে পেয়েছেন। এর কয়েক মিনিট আগে আশকেলন এবং গাজা সীমান্ত এলাকায় রকেট সাইরেন বেজে ওঠে।

ফিলিস্তিনি সংবাদমাধ্যম জানিয়েছে, দু’টি রকেট নিক্ষেপ করা হয়েছে। তবে আইডিএফ বলছে, তারা একটি লঞ্চ চিহ্নিত করেছে। আইডিএফের একজন মুখপাত্র বলেছেন, এ ঘটনার বিস্তারিত এখনো খতিয়ে দেখছেন তারা। এ ঘটনায় হতাহতের কোনো ঘটনা ঘটেনি বলেও জানান তিনি।

রকেট হামলার পর এক টুইট বার্তায় আইডিএফ জানায়, সন্ত্রাসীরা এইমাত্র গাজা থেকে দক্ষিণ ইসরায়েলের দিকে একটি রকেট নিক্ষেপ করেছে। রকেটটি আইডিএফ এরিয়াল ডিফেন্স অ্যারের মাধ্যমে মাঝ আকাশে আটকানো হয়েছে।

প্রসঙ্গত, শুক্রবার জেনিনে আইডিএফ বাহিনীর সঙ্গে সশস্ত্র সংঘর্ষে তিন ফিলিস্তিনি নিহত হওয়ার একদিন পর এই হামলার ঘটনা ঘটল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য সংবাদ