শনিবার, ২৭ জুলাই ২০২৪, ০৯:০০ পূর্বাহ্ন

ক্যারিয়ারের সেরা র‌্যাংকিংয়ে লিটন দাস

রিপোর্টারের নাম :
আপডেট : জুলাই ২১, ২০২২

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৩ ম্যাচের ওয়ানডে সিরিজে ব্যাট হাতে দারুণ ছন্দে ছিলেন লিটন কুমার দাস। সিরিজে প্রথম ম্যাচে রান না পেলেও শেষ দুই ওয়ানডেতে খেলেছেন অনবদ্য ইনিংস। শেষ ম্যাচে হাঁকিয়েছেন অর্ধশতকও। যে কারণে সম্প্রতি আইসিসির প্রকাশিত ওয়ানডে র‌্যাংকিংয়ে দুই ধাপ এগিয়েছেন তিনি।

মঙ্গলবার (১৯ জুলাই) আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) প্রকাশিত র‍্যাংকিংয়ে সদ্য ওয়ানডে ক্রিকেট থেকে বিদায় নেয়া ইংলিশ তারকা বেন স্টোকসকে পেছনে ফেলে ৩০ নম্বরে উঠে এসেছেন লিটন।

এদিকে ৫০ ওভারের ম্যাচে ব্যাটিংয়ের র‌্যাংকিংয়ে শীর্ষে রয়েছেন পাকিস্তানের অধিনায়ক বাবর আজম। দুইয়ে রয়েছেন আরেক পাকিস্তানি ইমাম-উল-হক। তিন ধাপ এগিয়ে তিনে জায়গা করে নিয়েছেন দক্ষিণ আফ্রিকার রাসি ভ্যান ডার ডুসেন। চারে নেমে গেছেন ভারতের তারকা ব্যাটার বিরাট কোহলি।

এছাড়া আইসিসি র‍্যাংকিংয়ে সেরা দশ ব্যাটারের তালিকায় রয়েছেন, রোহিত শর্মা (৫), কুইন্টন ডি কক (৬), রস টেইলর (৭), ডেভিড ওয়ার্নার (৮), জনি বেয়ারস্টো (৯) ও অ্যারন ফিঞ্চ (১০)।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য সংবাদ