শনিবার, ২৭ জুলাই ২০২৪, ০৫:৪৩ পূর্বাহ্ন

কোরআন হাতে শপথ নিলেন অস্ট্রেলিয়ার নতুন দুই মন্ত্রী

রিপোর্টারের নাম :
আপডেট : জুন ২, ২০২২

ইতিহাসে প্রথম বারের মতো দুজন মুসলিমকে মন্ত্রী হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে অস্ট্রেলিয়ায়।

স্থানীয় গণমাধ্যম এবিসি ও সিডনি মর্নিং হেরাল্ডের প্রতিবেদন অনুযায়ী, প্রথম মুসলিম পুরুষ হিসেবে এড হাসিক দেশটির শিল্প ও বিজ্ঞান বিষয়ক মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করবেন।

অপর দিকে প্রথম মুসলিম নারী হিসেবে অ্যান অ্যালি প্রাক শৈশব শিক্ষা এবং যুব বিষয়ক মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করবেন। বুধবার (১ জুন) অন্যদের সঙ্গে পবিত্র কোরআন হাতে শপথ গ্রহণ করেন এই দুই মন্ত্রীও।

গভর্নর-জেনারেল ডেভিড হার্লি তাদের শপথবাক্য পাঠ করান। অনুষ্ঠানের সময় উভয়ের হাতেই ছিল পবিত্র কোরআন।

কিন্তু হাসিক কিংবা অ্যালি কেউই কোরআন নিয়ে শপথ গ্রহণ করতে যাননি। তাহলে কোথায় পেলেন কোরআন? মূলত, অস্ট্রেলিয়ার মুসলিম নারী কমিউনিটির নেত্রী মাহা আব্দো পবিত্র কোরআনের কপিটি হাসিককে দিয়েছিলেন। আর মাহা তাকে কোরআনটি দিয়েছিলেন শপথ অনুষ্ঠানে নিয়ে যাওয়ার জন্যই।

আর সেই কোরআনটিই শপথগ্রহণ অনুষ্ঠানে নিয়ে যার হাসিক। তিনি শপথ গ্রহণের পর অ্যালির কাছে হস্তান্তর করেন সেটি। অ্যালিও কোরআন হাতে নিয়ে শপথ গ্রহণ করেন।

এদিকে এমন অংশগ্রহণমূলক মন্ত্রিসভার বিষয়ে এক টুইট বার্তায় দেশটির প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ লেখেন, ‘একটি অন্তর্ভুক্তিমূলক সরকারের নেতৃত্ব দিতে পেরে আমি সত্যিই গর্বিত, যা অস্ট্রেলিয়ার মতোই বৈচিত্র্যময়। লেবার পার্টির নতুন সদস্যদের সবাইকে স্বাগতম।’

তিনি আরো লেখেন, ‘আমি আমার অভিজ্ঞ, বৈচিত্র্যময় ও উজ্জীবিত দল নিয়ে খুবই গর্বিত। আমরা সবাই অস্ট্রেলিয়াবাসীকে একটি ভালো ভবিষ্যত দিতে প্রস্তুত। প্রথমে আমরা ক্রমবর্ধমান ব্যয় মোকাবেলায় পরিবারগুলোকে সাহায্যের ওপর গুরুত্বারোপ করব।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য সংবাদ