ইউক্রেন সেনাবাহিনী পূর্বাঞ্চলীয় শহর সেভেরোদোনেৎস্কের কিছু অংশ পুনর্দখলের দাবি করার পর একাধিক বিস্ফোরণে কাপল কিয়েভ। শহরের মেয়র ক্লিৎস্কো বিষ্ফোরণের ঘটনা স্বীকার করেছেন।
রাজধানী কিয়েভে দরনিৎস্কি ও দনিপ্রভস্কি অঞ্চলে একাধিক বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের পর কিয়েভে অঞ্চলসহ ইউক্রেনের প্রায় এলাকায় বিমান হামলার সতর্ক সংকেত দেয়া হয়। আগের দিনই ইউক্রেইনের কর্মকর্তারা পূর্বাঞ্চলে কৌশলগত গুরুত্পূর্ণ শহর সেভেরোদোনেৎস্কে তাদের সেনাদের পাল্টা আক্রমণে রুশ বাহিনী অনেকখানি পিছু হটেছে বলে দাবি করেন।