এশিয়া কাপ হকিতে নিজেরদের প্রথম ম্যাচে আগামীকাল (সোমবার) মাঠে নামবে বাংলাদেশ। ইন্দোনেশিয়ার জাকার্তায় দক্ষিণ কোরিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে এশিয়া কাপের মিশন শুরু করবে লাল-সবুজের প্রতিনিধিরা।
গত মার্চে ইন্দোনেশিয়ার মাটিতেই এশিয়া কাপের মূল পর্ব নিশ্চিত করেছিলো বাংলাদেশ। আসরে অংশ নেয়ার আগে দু’টি প্রস্তুতি ম্যাচ খেলে নিজেদের ঝালিয়ে নিয়েছে জিমি-খোরশেদরা। প্রথম ম্যাচে তাই জয় নিয়ে আসর শুরু করতে চায় বাংলাদেশ।
অন্যদিকে, বাংলাদেশের বিপক্ষে জয় পেতে চায় দক্ষিণ কোরিয়াও। বাংলাদেশ সময় দুপুর একটায় ম্যাচটি শুরু হবে।