শনিবার, ২৭ জুলাই ২০২৪, ০৭:৫৩ অপরাহ্ন

এবার ভারতকে বিশ্বকাপ জেতাতে চান হার্দিক পান্ডিয়া

রিপোর্টারের নাম :
আপডেট : মে ৩০, ২০২২

আইপিএলের নবাগত দল গুজরাট টাইটান্স। প্রথম আসরেই বাজিমাত করেছে দলটি। টুর্নামেন্টের পঞ্চদশ আসরে প্রথমবার অংশ নিয়েই জিতে নিয়েছে শিরোপা। বিস্ময় জাগানো দলটির নেতৃত্ব দিয়েছেন ভারতীয় অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া। তার অসাধারণ্য পারফরম্যান্স আর দুর্দান্ত নেতৃত্বের গুণেই শিরোপা জিতেছে গুজরাট।

আইপিএল ট্রফি জিতে নিজেকে নতুন রূপে চিনিয়েছেন পান্ডিয়া। শিরোপা জয়ের পাশাপাশি নিজের অর্জনের ঝাঁপিটাও ফুলে-ফেঁপে উঠেছে। দলকে শিরোপা জেতানো পান্ডিয়া এবার ভারতের হয়ে বিশ্বকাপ জিততে চান।

রোববার (২৯ মে) আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে আইপিএলের মেগা ফাইনালে রাজস্থান রয়েলসকে সাত উইকেটের বড় ব্যবধানে হারায় পান্ডিয়ার গুজরাট। শিরোপা জেতার পর এই অলরাউন্ডার বলেছেন, ‘আমার লক্ষ্য ভারতের হয়ে বিশ্বকাপ জেতা, যেভাবেই হোক। এজন্য আমার যা করা প্রয়োজন সব করতে রাজি আছি। সবসময়ই আমি নিজের দলকে এগিয়ে রাখতে বিশ্বাসী। আমার জন্য লক্ষ্য তাই সাধারণ, দল যেনো আমার পুরোটা পায়।’

নিজেকে ভালোভাবে প্রস্তুত করেই আইপিএলে নামেন পান্ডিয়া। তিনি বলেন, ‘আমি সেরাটার জন্য নিজেকে তৈরি করছিলাম। এটার জন্য (বোলিংয়ের জন্য) কঠোর পরিশ্রম করেছি। আমি দেখাতে চাইছিলাম যে কিসের জন্য আমি কঠোর পরিশ্রম করেছি। আজকের জন্য নিজের সেরাটা তুলে রেখেছিলাম।’

ফাইনালে রাজস্থানকে স্বল্প রানে বেধে রাখাতে সবচেয়ে বড় ভূমিকা পালন করেন গুজরাট কাপ্তান। তিনি ৪ ওভারে মাত্র ১৭ রান দিয়ে নেন ৩ উইকেট। পান্ডিয়ার শিকার করেন রাজস্থানের অধিনায়ক সাঞ্জু স্যামসন, জস বাটলার ও শিমরন হেটমায়ারের উইকেট। এছাড়া ব্যাট হাতে ৩০ বলে ৩৪ রানের গুরত্বপূর্ণ ইনিংস খেলে ম্যাচ সেররা পুরস্কার হাতে তোলেন তিনি।

পান্ডিয়া বলেন, ‘আমি ১৬০-১৭০ স্ট্রাইক রেটে ব্যাটিংয়ের থেকে যে কোনো দিন ট্রফি বেছে নেব। যে দলের হয়ে খেলি না কেন, সেই দলই আমার কাছে সবথেকে বেশি গুরুত্বপূর্ণ হয়। আমি বরাবরই সেরকম ধরনের মানুষ। বাইরের আওয়াজ আমায় ছিঁটেফোটা বিব্রত করতে পারে না।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য সংবাদ