দীর্ঘ চার মাসেরও বেশি সময় ধরে ইউক্রেনে চলছে রুশ আগ্রাসন। গত ২৪ ফেব্রুয়ারি থেকে টানা আক্রমণ চালিয়ে যাচ্ছে রাশিয়া। পুরো ইউক্রেন ছেড়ে রাশিয়ার নজর দেশটির পূর্বাঞ্চলে। পূর্ব ইউক্রেনের সেভেরোদনেৎস্ক দখল নিয়ে দুই দেশের সামরিক বাহিনীর মধ্যে চলছিল তুমুল লড়াই। গত শনিবার শেষ পর্যন্ত পূর্বাঞ্চলে সবচেয়ে বড় শরটি পুরোপুরি দখল করে রাশিয়া।
সেভেরোদনেৎস্কের পর এবার লুহানস্ক তথা ডনবাসের দ্বিতীয় বৃহত্তম শহর লিসিচানস্কের দখল নেয়ার দাবি করেছে মস্কো। এছাড়া রাশিয়ার হাতে শহরটির পতন হয়ে থাকতে পারে বলে স্বীকারও করেছেন ইউক্রেনীয় প্রেসিডেন্টের একজন উপদেষ্টা।
রোববার (৩ জুলাই) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।
এদিকে বিবিসি জানিয়েছে, রুশ বাহিনী পূর্বাঞ্চলীয় শহর লিসিচানস্ক দখলের কথা জানালেও ইউক্রেনীয় বাহিনীর দাবি, এই শহরটির নিয়ন্ত্রণ তারা এখনও ধরে রেখেছে। ইউক্রেন বলছে, তাদের বাহিনী সেখানে তীব্র রুশ গোলাবর্ষণের মধ্যে আছে। তবে বেশ জোর দিয়েই দেশটি বলছে, লিসিচানস্ক শহরটি দখল করা হয়নি।
এছাড়া রাশিয়ার বিভিন্ন সূত্র শহরের ধ্বংসপ্রাপ্ত প্রশাসনিক কেন্দ্রে সোভিয়েত পতাকা রাখার একটি ভিডিও টুইট করেছে। তবে তা স্বাধীনভাবে যাচাই করা যায়নি বলে জানিয়েছে বিবিসি।