মঙ্গলবার, ১৫ অক্টোবর ২০২৪, ০২:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
সাইবার আইনের প্রত্যাহার হচ্ছে ৫৮১৮ মামলা নদী দূষণমুক্ত করা গেলে পরিবেশ উন্নত হবে ২৫ জেলায় নতুন জেলা প্রশাসক অফিস আদালত খুলেছে, যানচলাচল স্বাভাবিক ছাগলকাণ্ডে মতিউর ও তার স্ত্রী এবং সন্তানদের ব্যাংক হিসাব স্থগিত বরুড়ায় মামার বিরুদ্ধে ভাগিনার প্রতারণার গুরুতর অভিযোগ! মোশারফ প্যারিস অলিম্পিকে ডাক পেলেন অলিম্পিক রিংয়ে সাজবে আইফেল টাওয়ার প্রতি ভরি সোনার দাম এক লাখ ১৭ হাজার ৫৭৩ টাকা! বরিশাল প্লে-অফে শক্তিশালী হচ্ছেন রওশন, দুর্বল জিএম কাদের! খাদ্যপণ্যের দাম বেড়েছে ১৭ ফেব্রুয়ারি থেকে ৮ মিনিট পরপর চলবে মেট্রোরেল আওয়ামী লীগের মনোনয়ন পেলেন ৪৮ নারী প্রার্থী সিরিজ নির্বাচন করতে চায় ইসি

এআর সুবিধা এখন ভাইবারে

ডেস্ক রিপোর্ট
আপডেট : জুলাই ১, ২০২১

মেসেজিং অ্যাপ ভাইবার তাদের ব্যবহারকারীদের অগমেন্টেড রিয়েলিটি (এআর) লেন্সের সুবিধা দিতে স্ন্যাপ ইনকর্পোরেটেড-এর সঙ্গে অংশীদারিত্ব করেছে। খুব শিগগির নতুন এআর লেন্স ফিচারগুলো উপভোগ করা যাবে ভাইবারে।

স্ন্যাপ দ্বারা চালিত ভাইবার লেন্সগুলো ভাইবার ব্যবহারকারীদেরকে প্রথমবারের মতো এআর-যুক্ত ভিডিও মেসেজিং ও ছবি উপভোগ করার সুযোগ দেবে। বিভিন্ন অ্যানিম্যাল মাস্ক ও ভাইবার ক্যারেক্টার, আন্ডারওয়াটার লেন্স, সিলি ক্যাট ইন্টার‌্যাকশন-সহ ত্রিশটি নতুন লেন্স নিয়ে আসতে যাচ্ছে ভাইবার। প্রতিষ্ঠানটির পরিকল্পনা রয়েছে প্রতিমাসে ৫০ থেকে ৭০টি অতিরিক্ত লেন্স নিয়ে আসার, যার ফলে এ বছরের শেষে অন্তত ৩শ’টি লেন্স নিয়ে আসবে। ব্যবসা প্রতিষ্ঠানগুলোরও সুযোগ থাকবে ভাইবারের নিজেদের লেন্স তৈরি করার।

ভাইবারে এআর লেন্সগুলো যুক্ত হওয়ার ফলে অ্যাপটির স্টিকার কালেকশনকে হবে আরো উন্নত, যা ব্যবহারকারীদের চ্যাটকেও করবে আরো আনন্দপূর্ণ।

ইনস্ট্যান্ট অগমেন্টেড রিয়েলিটি (এআর) ফিচারের সাহায্যে ব্যবহারকারীরা তাদের পারিপার্শ্বিকতার ওপর ওভারলে ইমেজ যুক্ত করতে পারবেন এবং আঙুলের সামান্য ছোঁয়াতেই এআর-এর ক্ষমতাকে উপভোগ করা যাবে। অ্যাপ্লিকেশনের অসংখ্য মাস্কের মধ্য থেকে এক্সপ্রেসিভ মাস্ক ফিচারটির সাহায্যে পছন্দের মাস্ক বেছে নেওয়া যাবে, যেটি মুখের সকল ভঙ্গিমা হুবহু নকল করতে সক্ষম। পাশাপাশি বিউটিফিকেশন ফিচারের মাধ্যমে ছবিতে লিপস্টিক, ব্লাশ এবং চুলের বিভিন্ন রঙ যুক্ত করে নিজের ছবিকে আরো আকর্ষণীয় করে তোলা যাবে।

এর বাইরেও নতুন যুক্ত হওয়া ফিচারগুলোর মধ্যে রয়েছে নজরকাড়া বিভিন্ন ফিল্টার, যার সাহায্যে বন্ধুদের সঙ্গে আড্ডাগুলো আরো জমে উঠবে। কাস্টমাইজড বিটমোজি ফিচারের মাধ্যমে নিজের ইচ্ছে মতো বিটমোজি ক্যারেক্টার যোগ করা যাবে ছবি ও ভিডিওতে।

ভাইবারের সিইও জামেল অ্যাগাউয়া বলেন, ‘আমরা ব্যবহারকারীদের কাছে এআর-এর দুর্দান্ত ক্ষমতা তুলে দিতে চাই এবং বন্ধুবান্ধব ও স্বজনদের সঙ্গে যোগাযোগের হাসি-ঠাট্টায় এক নতুন মাত্রা যুক্ত করতে চাই। ভাইবার কেবলমাত্র একটি ম্যাসেজিং অ্যাপ হিসেবেই সীমাবদ্ধ নয়। এটি কেবল একের সঙ্গে অন্যকে যুক্তই করে না, বরং এটি এমন একটি প্ল্যাটফর্ম যেখানে আনন্দ-বিনোদনময় ও ফলপ্রসূ কন্টেন্টের আদান-প্রদানের মাধ্যমে ব্যবহারকারীরা নিজস্ব কমিউনিটিতে সরব থাকেন।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য সংবাদ