বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ০১:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
সাইবার আইনের প্রত্যাহার হচ্ছে ৫৮১৮ মামলা নদী দূষণমুক্ত করা গেলে পরিবেশ উন্নত হবে ২৫ জেলায় নতুন জেলা প্রশাসক অফিস আদালত খুলেছে, যানচলাচল স্বাভাবিক ছাগলকাণ্ডে মতিউর ও তার স্ত্রী এবং সন্তানদের ব্যাংক হিসাব স্থগিত বরুড়ায় মামার বিরুদ্ধে ভাগিনার প্রতারণার গুরুতর অভিযোগ! মোশারফ প্যারিস অলিম্পিকে ডাক পেলেন অলিম্পিক রিংয়ে সাজবে আইফেল টাওয়ার প্রতি ভরি সোনার দাম এক লাখ ১৭ হাজার ৫৭৩ টাকা! বরিশাল প্লে-অফে শক্তিশালী হচ্ছেন রওশন, দুর্বল জিএম কাদের! খাদ্যপণ্যের দাম বেড়েছে ১৭ ফেব্রুয়ারি থেকে ৮ মিনিট পরপর চলবে মেট্রোরেল আওয়ামী লীগের মনোনয়ন পেলেন ৪৮ নারী প্রার্থী সিরিজ নির্বাচন করতে চায় ইসি

উ. কোরিয়াকে সতর্ক করলো দ. কোরিয়া ও যুক্তরাষ্ট্র

রিপোর্টারের নাম :
আপডেট : জুন ৬, ২০২২

রোববার উত্তর কোরিয়া আটটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালানোর একদিন পরই সোমবার ঠিক আটটি ক্ষেপণাস্ত্র ছুড়েই এর জবাব দিলো যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়া।

দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইউন সুক-ইওল বলেছেন, ‘উত্তর প্রতিবেশী থেকে যেকোনো ধরনের উস্কানির কঠোর জবাব দেবে তার সরকার। জনগণের জীবন ও সম্পত্তি রক্ষায় সম্ভাব্য সবকিছুই করবো আমরা।’ সিউলে একটি যুদ্ধ স্মারক অনুষ্ঠানে বক্তৃতাকালে তিনি এসব কথা বলেন।

উত্তর কোরিয়া তার পূর্ব উপকূল থেকে বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করার কয়েক ঘন্টা পর দুই মিত্রদেশ যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়া আটটি সারফেস-টু-সার্ফেস আর্মি ট্যাকটিকাল মিসাইল সিস্টেম-এটিএসিএমএস নিক্ষেপ করলো। যার একটি ছোঁড়া হয় যুক্তরাষ্ট্র থেকে আর সাতটি দক্ষিণ কোরিয়া থেকে।

এই অঞ্চলে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সফরের পরপরই পিয়ংইয়ং সিরিজ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। গত সপ্তাহের পর যুক্তরাষ্ট্র এবং দক্ষিণ কোরিয়ার পক্ষ থেকে এটি দ্বিতীয় পদক্ষেপ। বিশ্লেষকরা বলছেন, মার্কিন অস্ত্রের সহায়তায় দক্ষিণ কোরিয়া তাদের শক্তি প্রদর্শন করছে।

উল্লেখ্য, দক্ষিণ কোরিয়ার পূর্ববর্তী প্রশাসন এই ধরনের প্রদর্শন থেকে বিরত ছিলো। গত মাসে অভিষিক্ত হওয়া প্রেসিডেন্ট ইউন উত্তর কোরিয়ার বিষয়ে আরও কঠোর অবস্থান নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন।

বিচ্ছিন্ন কমিউনিস্ট রাষ্ট্র উত্তর কোরিয়া সম্প্রতি বেশকিছু ক্ষেপণাস্ত্র পরীক্ষা করেছে। পাঁচ বছরের মধ্যে প্রথমবারের মতো একটি আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষাও চালায় তারা। এরপরই জাতিসংঘ দেশটির ওপর ব্যালিস্টিক ও পারমাণবিক অস্ত্রের পরীক্ষায় কঠোর নিষেধাজ্ঞা আরোপ করে। সূত্র: বিবিসি


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য সংবাদ