পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান বলেছেন, আগামী কয়েক দিনের মধ্যে ‘পাকিস্তানের ইতিহাসে সবচেয়ে বড় আন্দোলনের’ দিনক্ষণ ঠিক করবেন তিনি।
গণমাধ্যম ডন জানিয়েছে, ইমরান খান বলেছেন, সত্যিকারের স্বাধীনতার জন্য আমাদের ক্যাম্পেইনের পরবর্তী পর্যায়ে যেতে হবে। আগামী কয়েকদিনের মধ্যে আমি তারিখ জানাব।
ইসলামাবাদে পিটিআইয়ের জাতীয় কাউন্সিলের বৈঠকে ইমরান বলেছেন, পিটিআই তাদের আইনজীবীর সঙ্গে পরামর্শ করছে কিন্তু কর্মীদের প্রস্তুত থাকার জন্য বলেছেন তিনি।
ইমরান সমর্থকদের উদ্দেশে বলেন, এটি হবে দেশের ইতিহাসে সবচেয়ে বড় আন্দোলন। এটি আমাদের অধিকার।
ইমরান খান আরও বলেন, আমি দলের সকল সংগঠনকে প্রস্তুত থাকার জন্য বলেছি।আমরা এখন সুপ্রিম কোর্টের কাছ থেকে অনুমোদন পাওয়ার অপেক্ষায় আছি। যখন এটি পেয়ে যাব। আমি তারিখ দেব।
এদিকে গত এপ্রিলে অনাস্থা ভোটের মাধ্যমে প্রধানমন্ত্রিত্ব হারান ইমরান খান। প্রধানমন্ত্রিত্ব হারানোর পর নিজ দলের সংসদ সদস্যদের নিয়ে গণহারে পদত্যাগ করেন তিনি।
এরপর শুরু করে আন্দোলন। মে মাসে শেষ সপ্তাহে ইসলামাবাদে একটি লং মার্চ করেন তিনি।