শনিবার, ২৭ জুলাই ২০২৪, ১০:০৭ পূর্বাহ্ন

আগামীকাল শুরু হচ্ছে ২৭তম স্কুল হ্যান্ডবল

রিপোর্টারের নাম :
আপডেট : আগস্ট ২৪, ২০২২

বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশনের ব্যবস্থাপনায় এবং ঢাকা আইসক্রীম ইন্ডাষ্ট্রিজ লিমিটেডের পৃষ্ঠপোষকতায় আগামীকাল শুরু হচ্ছে ‘পোলার আইসক্রীম ২৭তম স্কুল হ্যান্ডবল টুর্ণামেন্ট’। ঢাকা মহানগরীর স্কুল-কলেজগুলো নিয়ে এবারের টুর্নামেন্টে সর্বোচ্চ মোট ৪০টি দল অংশ নিচ্ছে। যার মধ্যে রয়েছে বালক বিভাগে ২২টি ও বালিকা বিভাগে ১৮টি দল।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ঢাকা রেঞ্জ এর ডেপুটি ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ হাবিবুর রহমান, বিপিএম (বার) পিপিএম (বার)। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান ঢাকা আইসক্রীম ইন্ডাষ্ট্রিজ লিমিটেড এর প্রধান নির্বাহী কর্মকর্তা শাহ মাসুদ ইমাম।
পল্টনস্থ শহীদ (ক্যাপ্টেন) এম. মনসুর আলী জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে বালক বিভাগের ম্যাচগুলো। পার্শবর্তী শেখ রাসেল রোলার স্কেটিং স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে বালিকা বিভাগের ম্যাচগুলো।

টুর্নামেন্টে অংশগ্রহনকারী দলগুলো হচ্ছে:
বালক বিভাগ: সানিডেল স্কুল, ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজ, সেন্ট গ্রেগরী হাই স্কুল, শহীদ পুলিশ স্মৃতি কলেজ, মাইলস্টোন কলেজ, আইডিয়াল স্কুল এন্ড কলেজ, ধানমন্ডি টিউটরিয়াল, নারিন্দা সরকারী উচ্চ বিদ্যালয়, মানারত ঢাকা ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজ, মডেল একাডেমি, সাউথ পয়েন্ট স্কুল এন্ড কলেজ, বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজ, ক্যামব্রিয়ান স্কুল এন্ড কলেজ, উইলস লিটল ফ্লাওয়ার স্কুল এন্ড কলেজ, মতিঝিল সরকারী বালক উচ্চ বিদ্যালয়, কদমতলা পুর্ব বাসাবো স্কুল এন্ড কলেজ, গভর্নমেন্ট ল্যাবরেটরি হাই স্কুল ঢাকা, বিএএফ শাহীন স্কুল এন্ড কলেজ, শহীদ রমিজ উদ্দিন বীর বিক্রম ক্যান্টনমেন্ট স্কুল, নৌবাহীনি কলেজ, মতিঝিল মডেল স্কুল এন্ড কলেজ ও ঢাকা গভ: মুসলিম হাই স্কুল।

বালিকা বিভাগ: ভিকারুন-নিসা নুন স্কুল এন্ড কলেজ, সানিডেল স্কুল, কদমতলা পুর্ব বাসাবো স্কুল এন্ড কলেজ, মাইলস্টোন কলেজ, শহীদ পুলিশ স্মৃতি কলেজ, ধানমন্ডি টিউটরিয়াল, মডেল একাডেমি, সেন্ট ফ্রান্সিস জেভিয়ার্স গার্লস স্কুল এন্ড কলেজ, উইলস লিটল ফ্লাওয়ার স্কুল এন্ড কলেজ, আইডিয়াল স্কুল এন্ড কলেজ, বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজ, বিএএফ শাহীন স্কুল এন্ড কলেজ, মতিঝিল সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়, শহীদ রমিজ উদ্দিন বীর বিক্রম ক্যান্টনমেন্ট স্কুল, শহীদ বীর উত্তম লে: আনোয়ার গার্লস কলেজ, নৌবাহীনি কলেজ, মতিঝিল মডেল স্কুল এন্ড কলেজ, সিদ্বেশরী উচ্চ বালিকা বিদ্যালয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য সংবাদ