বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর ২০২৪, ০৮:৪৫ অপরাহ্ন

আইসিসির মাস সেরা ক্রিকেটার কনওয়ে

স্পোর্টস ডেস্ক
আপডেট : জুলাই ১৩, ২০২১
আইসিসির মাস সেরা ক্রিকেটার কনওয়ে
আইসিসির মাস সেরা ক্রিকেটার কনওয়ে

আইসিসি ঘোষিত জুন মাসের সেরা ব্যাটসম্যানের পুরস্কার জিতেছেন তিনি।

জুন মাসেই ইংল্যান্ডের বিপক্ষে তার টেস্ট অভিষেক হয়। অভিষেকেই বাজিমাত করেন তিনি। ক্রিকেটের তীর্থভূমি লর্ডসে অভিষেকেই ডাবল সেঞ্চুরি হাঁকান। ধারাবাহিক ছিলেন পরের টেস্টেও। দ্বিতীয় টেস্টে খেলেন ৮০ রানের ইনিংস। ফিফটি করেছিলেন ভারতের বিপক্ষেও। অভিষেকে এমন কীর্তি গড়া মাত্র সপ্তম ব্যাটসম্যান তিনি।

সেরার লড়াইয়ে কনওয়ের সঙ্গী ছিলেন এবার সতীর্থ কাইল জেমিসন ও দক্ষিণ আফ্রিকার কুইন্টন ডি কক। টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ম্যাচ সেরা হন পেস তারকা জেমিসন। অন্যদিকে উইন্ডিজ সফরে ভালো করেছিলেন ডি কক। তবে পুরস্কার জিতে নিয়েছেন কনওয়ে।

পুরস্কার জিতে কনওয়ে বলেন, ‘এই পুরস্কার পেয়ে আমি সত্যিই সম্মানিত। টেস্ট ক্রিকেটের পারফরমেন্সের জন্য এই স্বীকৃতি আমার জন্য বাড়তে পাওয়া।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য সংবাদ