করোনাভাইরাসের কারণে স্থগিত হওয়া ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) বাকি খেলা অনুষ্ঠিত হতে যাচ্ছে ১৯ সেপ্টেম্বর থেকে। এই পর্ব খেলতে ইতোমধ্যে সংযুক্ত আরব আমিরাতের উদ্দেশে দেশ ছেড়েছেন সাকিব আল হাসান, তবে ভিসা জটিলতায় এখনো যেতে পারেননি মোস্তাফিজুর রহমান।
সাকিব খেলছেন কলকাতা নাইট রাইডার্সের হয়ে। বিশ্বসেরা অলরাউন্ডার রোববার (১২ সেপ্টেম্বর) দিবাগত রাতে ঢাকা ত্যাগ করেন। মোস্তাফিজেরও তার সঙ্গে যাওয়ার কথা ছিল। কিন্তু আটকে গেছেন ভিসা জটিলতার কারণে।
একটি গণমাধ্যমকে মুঠোফোনে বিষয়টি নিশ্চিত করেছেন মোস্তাফিজ, ‘আরব আমিরাতে যাওয়ার বিষয়টি এখনো ঠিক হয় নাই, কবে নাগাদ যেতে পারব তাও নিশ্চিত না।’
স্থগিত হওয়া আইপিএলে সাকিবের পারফরম্যান্স ছিল হতশ্রী। তিন ম্যাচে সুযোগ পেয়েছিলেন; কিন্তু কাজে লাগাতে পারেননি। ব্যাট হাতে ৩৮ রান, বল হাতে নিয়েছেন দুই উইকেট।
তবে নতুন দল রাজস্থানের হয়ে মোস্তাফিজের পারফরম্যান্স ছিল দেখার মতো। সাত ম্যাচ উইকেট পেয়েছেন ৮টি। বোলিংয়ে ছিলেন মিতব্যয়ী। সম্প্রতি ঘরের মাঠে শেষ হওয়া অস্ট্রেলিয়া-নিউ জিল্যান্ডের বিপক্ষে ছিলেন দুর্দান্ত।