বুধবার, ২৯ নভেম্বর ২০২৩, ০৭:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
লাঙ্গলবন্দে মহাত্মা গান্ধীর স্মৃতি স্তমভে বাংলাদেশ ভারত সম্প্রীতি পরিষদ কেন্দ্রীয় কমিটির শ্রদ্ধা ৪৩তম বিসিএস: মৌখিক পরীক্ষা ৩ সেপ্টেম্বর থেকে সোলসের নতুন গান ‘যদি দেখো’ রংপুরে ১৪ ছাত্রলীগ নেতাকে অব্যাহতি ‘খালেদা জিয়ার ধারণা ছিল আমি মারা যাব’ সর্বজনীন পেনশন ঘোষণা করল বৈশাখী টিভি কাদিসের প্রবল প্রতিরোধ ভেঙে বার্সার জয় ভোটের আগেই প্রবাসীদের এনআইডি দেওয়ার সিদ্ধান্ত নিষেধাজ্ঞাকে পাত্তা দিচ্ছেন না চমক ঋণের ৫ কোটি ডলার ফেরত দিল শ্রীলংকা নবীনগর গ্র্যাজুয়েট এসোসিয়েশনের নবনির্বাচিত কমিটির দায়িত্ব গ্রহন ও প্রথম সভা অনুষ্ঠিত পাকিস্তানে তত্ত্বাবধায়ক সরকারের  প্রধানমন্ত্রী আনোয়ারুল হক কমেছে সোনার দাম নবীনগর উপজেলা গ্র্যাজুয়েট এসোসিয়েশনের ‘বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন-২০২৩’ অনুষ্ঠিত প্যান্ডেলে বসে নেতা-কর্মীদের সঙ্গে খাবার খেলেন প্রধানমন্ত্রী

অনলাইনেও সাড়া ফেলছে ‘পাপ পুণ্য’

রিপোর্টারের নাম :
আপডেট : জুলাই ১৪, ২০২২

গেল মে মাসে দেশ ও দেশের বাইরের শতাধিক প্রেক্ষাগৃহে মুক্তির পর ঈদুল আযহার দ্বিতীয় দিন চ্যানেল আইয়ের পর্দায় প্রিমিয়ার হয় গিয়াস উদ্দিন সেলিম পরিচালিত ইমপ্রেস টেলিফিল্মের তারকাবহুল ছবি ‘পাপ পুণ্য’। এবার সিনেমাটি দেখা যাচ্ছে অনলাইনেও।

সোমবার (১১ জুলাই) চ্যানেল আইয়ের পর্দায় প্রিমিয়ারের পর থেকেই চ্যানেল আইয়ের ইউটিউবেও অবমুক্ত হয় ‘পাপ পুণ্য’। যার পর পরই দর্শকের অজস্র ইতিবাচক মন্তব্য পাচ্ছে সিনেমাটি। এরইমধ্যে প্রায় সাড়ে ৭ লাখ বার দেখা হয়েছে মনপুরা খ্যাত নির্মাতার এই ছবিটি। যা দেখে ইতোমধ্যে মন্তব্য করেছেন দুই হাজারের বেশি মানুষ।

সবচেয়ে অবাক করা বিষয় হলো, দর্শকের করা মন্তব্যের সবগুলো ইতিবাচক। কোনো নেতিবাচক মন্তব্য নেই বললেই চলে! রিয়াজ নামের একজন সিনেমাটি দেখে মন্তব্য করেছেন, ‘অনেকদিন পর দেখার মত ভালো কিছু পেলাম। গল্পটি আসলেই খুব সুন্দর। সিনেমার গল্পের সাথে সিনেমার নামটি একদম মিলে গেছে (পাপ পুণ্য)।

বিরাজ নামের এক ইউটিউব ব্যবহারকারী ‘পাপ পুণ্য’ দেখে লিখেছেন, ‘সত্যিই চোখে পানি চলে আসলো। এগিয়ে যাক আমাদের চলচ্চিত্র শিল্প। এরকম পরিচালক ও অভিনয় শিল্পীরা থাকলে বেঁচে থাকবে চলচ্চিত্র।’

নারায়ণ দেবনাথ নামের একজন লিখেছেন,‘এই মুভি দেখলে মনে হয়, বাংলার সিনেমা শিল্পের মৃত্যু হয়নি, এখনও বেঁচে আছে।’ ওমর ফারুক নামের এক দর্শক লিখেছেন,‘অসাধারণ সিনেমা…। চঞ্চল তো ফাটিয়ে দিয়েছে…। আর সিয়াম পুরাই আগুন ছিল। এত সুন্দর সিনেমা… কল্পনা করা যায় না…এটা বলিউডের সিনেমা হলে ব্লকবাস্টার হতো….প্রচরণা ও বাংলা সিনেমার প্রতি মানুষের আস্থাহীনতার কারণে সিনেমাটি হিট হয় নাই।’

মিথুন ধর নামের আরেকজন দর্শক লিখেছেন,‘সিনেমার শেষের ক্লাইমেক্স দেখে গুসবাম হচ্ছে। আর বাকিটা সত্যিকারের অসাধারণ ছবি। চঞ্চল চৌধুরী বরাবর গল্পের সাথে মিশে থাকেন এবং সবার অভিনয় দারুণ। অনেক দিন পরে আফসানা মিমি দারুণভাবে তার জায়গায় তিনি করেছেন। অনেক সুন্দর গল্প ও তার মেকিং।’

আরেক দর্শক লিখেছেন, ‘এত সুন্দর মুভি আমাদের দেশের, এটা ভাবতেই আমার অনেক ভালো লাগে। এমন জাত অভিনেতারা অভিনয় করলে আবার ঘুরে দাঁড়াবে বাংলা সিনেমা।’

দর্শকের করা বেশির ভাগ মন্তব্যই এরকম। শুধু বাংলাদেশি দর্শক নয়, বহু ভারতীয় দর্শকও সিনেমাটি দেখে তাদের ভালো লাগার কথা শেয়ার করছেন।

এই ছবির মধ্য দিয়ে ‘মনপুরা’র প্রায় এক যুগ পর গিয়াস উদ্দিন সেলিমের সিনেমায় অভিনয় করেছেন গুণী অভিনেতা চঞ্চল চৌধুরী। শুরু থেকেই সিনেমাটি নিয়ে উচ্ছ্বসিত ছিলেন এই তারকা অভিনেতা।

চঞ্চল চৌধুরী ছাড়াও এই সিনমোয় অভিনয় করেছেন সিয়াম আহমেদ, শাহনাজ সুমি, আফসানা মিমি, মামুনুর রশিদ, ফজলুর রহমান বাবু, গাউসুল আলম শাওন, ফারজানা চুমকি, মনির খান শিমুল প্রমুখ।

মনপুরা, স্বপ্নজাল, গুণিনের পর ‘পাপ পুণ্য’ গিয়াস উদ্দিন সেলিমের চতুর্থ ছবি। জনপ্রিয় এই পরিচালক বলেন, চলচ্চিত্রের এই দুর্দিনে এমন ছবি দরকার যা ‘পাপ পুণ্য’র মতো। আগের ছবিগুলোর চেয়ে এটি সম্পূর্ণ আলাদা ফরম্যাটে বানানো।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য সংবাদ