দেশে কোভিড-১৯ সংক্রমণে ৮৪১তম দিনে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে তিন জনের মৃত্যু হয়েছে। এই সময়ে নতুন শনাক্ত হয়েছে আরও ২ হাজার ৮৭ জন।
এখন পর্যন্ত দেশে করোনায় মোট মৃতের সংখ্যা ২৯ হাজার ১৪৫ জন। মৃত্যুর হার ১ দশমিক ৪৮ শতাংশ। করোনায় শনাক্তের হার ১৫ দশমিক ২০ শতাংশ।
গত ৫ আগস্ট দেশে সর্বোচ্চ ২৬৪ জন রোগী মারা যায়। গত ২৮ জুলাই সর্বোচ্চ শনাক্ত হয় ১৬ হাজার ২৩০ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. আহমেদুল কবীরের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় (অ্যান্টিজেন টেস্টসহ) ১৩ হাজার ৪৮৯টি পরীক্ষায় দুই হাজার ৮৭ জন এই ভাইরাসে শনাক্ত হয়েছেন। এই সময়ে পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১৫ দশমিক ৪৭ শতাংশ। তবে শুরু থেকে মোট পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১৩ দশমিক ৭৫ শতাংশ।
সরকারি ব্যবস্থাপনায় এখন পর্যন্ত ৯৪ লাখ ২১ হাজার ৮৯০টি নমুনা পরীক্ষা করা হয়েছে, বেসরকারি ব্যবস্থাপনায় পরীক্ষা হয়েছে ৪৮ লাখ ৯৭ হাজার ৪৭৮টি নমুনা। অর্থাৎ মোট পরীক্ষা করা হয়েছে এক কোটি ৪৩ লাখ ১৯ হাজার ৩৬৮টি নমুনা। এর মধ্যে শনাক্ত হয়েছে ১৯ লাখ ৬৯ হাজার ৩৬১ জন। তাদের মধ্যে ২৪ ঘণ্টায় ২০০ জনসহ মোট ১৯ লাখ সাত হাজার ৬৭ জন সুস্থ হয়েছে। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯৬ দশমিক ৮৪ শতাংশ।
মৃত দু’জনের মধ্যে একজন পুরুষ ও দু’জন নারী। তাদের মধ্যে একজন পঞ্চাশোর্ধ্ব, একজন ষাটোর্ধ্ব ও একজন সত্তরঊর্ধ্ব। বিভাগওয়ারী হিসেবে একজন ঢাকা বিভাগের ও দু’জন চট্টগ্রাম বিভাগের।
ওয়ার্ল্ডোমিটারসের সর্বশেষ তথ্য অনুযায়ী, বিশ্বব্যাপী করোনাভাইরাসে এখন পর্যন্ত ৫৪ কোটি ৯৯ লাখের বেশি মানুষ আক্রান্ত হয়েছেন। মৃতের সংখ্যা ছাড়িয়েছে ৬৩ লাখ ৫২ হাজারের বেশি। তবে সুস্থ হয়ে ঘরে ফিরেছেন ৫২ কোটি ৫৭ লাখের বেশি।