আবারও পতন হয়েছে পাকিস্তানি মুদ্রার দর। ইতিহাসে এর আগে কখনোই এতো পতন হয়নি পাকিস্তানের মুদ্রার। দরপতনে রীতিমত লজ্জার রেকর্ড ছুঁয়েছে।
সোমবার প্রকাশিত সর্বশেষ তথ্য অনুযায়ী দেশটির মার্কেটে এক ডলার সমান পাকিস্তানি মুদ্রার মূল্যমান দাঁড়িয়েছে ২১০ দশমিক ১৯ রুপি।
পাকিস্তানি গণমাধ্যম বলছে, এর আগে কখনোই পাকিস্তানি মুদ্রার এতোটা দরপতন হয়নি।
এদিকে পাকিস্তানের এএ কমোডিটিজের পরিচালক আদনান আগর বলেছেন, আন্তর্জাতিক অর্থ তহবিল আইএমএফের সঙ্গে স্টাফ-পর্যায়ে চুক্তি না করা পর্যন্ত এই দরপতন অব্যাহত থাকবে। আরও নামতে পারে পাকিস্তানি মুদ্রার মান।
দেশটির চলমান পরিস্থিতিতে বিনিয়োগকারীরা ক্ষতির মধ্যে আছে উল্লেখ করে আদনান বলেন, এই অবস্থাকে শক্তিশালী করা যেতে পারে শুধু আইএমএফ ফ্রন্ট ইতিবাচকভাবে উন্নতির মাধ্যমে।
তবে পাকিস্তান ইতোমধ্যে আইএমএফ এর ঋণ কর্মসূচি সক্রিয় করতে যুক্তরাষ্ট্রের সহায়তা কামনা করেছে।