আফগানিস্তানের রাজধানী কাবুলে একটি মিনিবাসে বোমা বিস্ফোরণে চারজন নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছে। পুলিশ জানিয়েছে, শনিবার শহরের পূর্ব বাগরামি জেলায় এ বিস্ফোরণটি ঘটে।
পুলিশের মুখপাত্র খালিদ জাদরান বলেছেন, মিনিবাসে বোমা হামলার ঘটনা তদন্ত করতে তালেবান নিরাপত্তা কর্মীদের একটি দলকে ওই এলাকায় মোতায়েন করা হয়েছে। কোন গোষ্ঠী এখনও পর্যন্ত এই বিস্ফোরণের দায় স্বীকার করেনি।
আফগানিস্তানে সম্প্রতি বোমা হামলা বেড়েছে। রমজান মাসে সবচেয়ে মারাত্মক হামলা হয়েছিল উত্তরের শহর কুন্দুজে, যেখানে ২২শে এপ্রিল সুফি উপাসকদের লক্ষ্য করে একটি মসজিদে বিস্ফোরণ ঘটায় সেখানে কমপক্ষে ৩৩ জন নিহত এবং অর্ধশতাধিক আহত হয়।