দ্রুত গতিতে বাড়ছে যুক্তরাষ্ট্রে দ্রব্যমূল্য। বিশেষ করে জ্বালানি ও খাদ্যপণ্যের দর বেড়ে যাওয়ায় মূল্যস্ফীতি ব্যাপক বেড়েছে। গত মে মাসে দেশটিতে বার্ষিক মূল্যস্ফীতি ৮.৬ শতাংশে স্পর্শ করেছে। এদিকে, যুক্তরাষ্ট্রে সুদের হার বাড়িয়েও দাম বৃদ্ধি ঠেকানো যাচ্ছে না। ইউক্রেন-রাশিয়া যুদ্ধ বিমান ভাড়া থেকে, বস্ত্র ও চিকিৎসা সেবার মূল্য বাড়ছে।
গত বছরের মে মাসের তুলনায় চলতি বছরের মে মাসে যুক্তরাষ্ট্রে খাদ্যপণ্যের দর বেড়েছে ১০ শতাংশ। একই সময়ে জ্বালানি তেলের দর বেড়েছে ৩৪ শতাংশ। যুক্তরাষ্ট্রের লেবার ডিপার্টমেন্ট এ তথ্য প্রকাশ করেছে।
যুক্তরাষ্ট্রে বসবাসের বাড়তি খরচ পরিবারগুলোকে বেশি অর্থ খরচে বাধ্য করছে। পরিস্থিতি সামাল দিতে মার্চ থেকে সুদের হার বাড়িয়েছে কেন্দ্রীয় ব্যাংক। ব্যাংকরেট ডটকমের প্রধান আর্থিক বিশ্লেষক গ্রেগ ম্যাকব্রাইড এ ব্যাপারে বলেছেন, মূল্যস্ফীতি যে পর্যায়ে পৌঁছেছে অতীতের সকল আশঙ্কাকে ছাড়িয়ে গেছে। বর্তমানে মূল্যস্ফীতির বাৎসরিক বৃদ্ধি ৮ দশমিক ৬ শতাংশ যা ৪০ বছরের মধ্যে দেশটিতে সর্বোচ্চ।
বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট ডেভিড ম্যালপাস এ ব্যাপারে বলেছেন, ইউক্রেনে যুদ্ধ, চীনে করোনাভাইরাস লকডাউন, বিশ্বজুড়ে সরবরাহ ব্যবস্থায় বাধা বিভিন্ন দেশে মন্দার ঝুঁকি বাড়িয়েছে। অনেক দেশের জন্য মন্দা এড়ানো কঠিন হবে।