প্রস্তাবিত বাজেটের প্রভাব এখনও পড়তে শুরু করেনি বাজারে। রাজধানীর খুচরা বাজার ঘুরে দেখা গেছে আগের দামেই বিক্রি হচ্ছে পণ্য। দোকানিরা বলছেন, বাজেটের কারণে কোন পণ্যেরই দাম বাড়েনি কিংবা কমেনি। তবে চালের বাজার এখনও চড়া। অতিরিক্ত মূল্য ও মজুদ ঠেকাতে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান চলছে।
প্রতিবছর বাজেট ঘোষণার পর মানুষের মাঝে শঙ্কা থাকে নিত্যপণ্যের দাম নিয়ে। এবারও এর ব্যতিক্রম নেই। তবে বাজেট ঘোষণার একদিন পর রাজধানীর বাজার ঘুরে দেখা গেলো, এর ইতিবাচক বা নেতিবাচক কোন প্রভাবই পড়েনি। দোকানিরা জানালেন, আগের দামেই বিক্রি হচ্ছে পণ্য। পুরানো পণ্য বাজারে থাকায় দামে এখনও কোন প্রভাব পড়েনি।
তবে, বাজারে নিত্যপণ্যের দাম এখনও চড়া। চালের বাড়তি দাম এখনও কমেনি।
সব ধরণের ডাল, আটা, ময়দা, সুজি ও লবন বাড়তি দামে বিক্রি হচ্ছে। নীরবে বেড়ে চলেছে সাবান ও ডিটারজেন্টের দাম। বাড়ছে গুঁড়ো দুধ ও তরল দুধের দামও।
সপ্তাহের ব্যবধানে বেড়েছে ব্রয়লার মুরগীর দাম। ১০ টাকা বেড়ে কেজিপ্রতি বিক্রি হচ্ছে ১৬০ টাকায়। নিত্যপণ্যের এমন উর্দ্ধগতিতে ক্ষুদ্ধ ক্রেতারা।
এদিকে, নিত্যপণ্যের দামে অনিয়ম রোধে ধারাবাহিক অভিযান চালাচ্ছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। আজ শুক্রবার (১০ই জুন) রাজধানীর কারওয়ান বাজারে অভিযান চালিয়ে অনিয়ম পাওয়ায় কয়েকটি দোকানকে জরিমানা করা হয়েছে।
শুক্রবার সকালে এই অভিযান শুরু হওয়ার সাথে সাথে অনেক দোকানিকে সড়ে পড়তে দেখা যায়।