বিশ্বকাপ ট্রফির সঙ্গে বাংলাদেশে এসেছেন বিশ্বকাপজয়ী তারকা ফুটবলার ও ফিফার বিশেষ দূত ক্রিশ্চিয়ান কারেম্বু। ১৯৯৮ বিশ্বকাপ জয়ী ফ্রান্স দলের অন্যতম সদস্য ছিলেন সাবেক এই ডিফেন্সিভ মিডফিল্ডার। ফিফার বিশেষ দূত হওয়াতে ট্রফির সঙ্গে ভ্রমণ করছেন বিশ্বের বিভিন্ন দেশে।
বাংলাদেশে ট্রফি ভ্রমণ উপলক্ষ্যে বৃহস্পতিবার শেষ দিন গণমাধ্যমের মুখোমুখি হন সাবেক এই ফ্রেঞ্চ তারকা। এসময় তিনি সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বলেন, আগামী কাতার বিশ্বকাপে ফ্রান্সেই ফেভারিট। এছাড়াও আর্জেন্টিনা, ব্রাজিল, জার্মানিও রয়েছে এই তারিকায়।
আর্জেন্টিনা না ব্রাজিল- কোনো দেশ বিশ্বকাপ জেতার দৌঁড়ে আগিয়ে আছে, জানতে চাইলে তিনি বলেন, ‘বাংলাদেশের মানুষ ব্রাজিল ও আর্জেন্টিনাকে সমর্থন করে বেশি। তাই কোন নাম বলা যাবে না।’ এসময় বাংলাদেশের মানুষের ফুটবল ও বিশ্বকাপের ট্রফি নিয়ে আগ্রহের প্রশংসা করেন এই ফরাসি তারকা।