সদ্য বিদায়ী মে মাসে পণ্য রপ্তানি করে ৩ দশমিক ৮৩ বিলিয়ন ডলার আয় করেছে বাংলাদেশ। বিগত ৯ মাসের মধ্যে যা সর্বনিম্ন। আজ বৃহস্পতিবার (২ মে) রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) সূত্রে এ তথ্য জানা গেছে।
গত বছরের একই সময়ের চেয়ে মে মাসে ২৩ শতাংশ রপ্তানি বেড়েছে।২০২১ সালের মে মাসে রপ্তানি হয়েছিল ৩ দশমিক ১ বিলিয়ন ডলার।
তবে গত এপ্রিল মাসের চেয়ে মে মাসে রপ্তানি আয় কমেছে। গত এপ্রিলে ৪ দশমিক ৭৩ বিলিয়ন ডলার রপ্তানি করেছে বাংলাদেশ।
ইপিবি বলছে, উচ্চ মুদ্রাস্ফীতির কারণে চাহিদা কমায় রপ্তানি কমেছে। গত মে মাসে ৩৮৩ কোটি ডলারের পণ্য রপ্তানি হয়েছে। ২০২১-২২ অর্থবছরের (জুলাই-জুন) গত আগস্টের পর এটিই এক মাসে সর্বনিম্ন রপ্তানি আয়।
রপ্তানি উন্নয়ন ব্যুরোর তথ্যমতে, সামগ্রিকভাবে চলতি অর্থবছরের জুলাই-মে সময়ে আগের বছরের একই সময়ের তুলনায় ৩৪ শতাংশ রপ্তানি আয় বেড়েছে। আলোচিত সময়ে রপ্তানি ৪৭ দশমিক ১৭ বিলিয়ন ডলারে উন্নীত হয়েছে।
ইউক্রেন যুদ্ধের প্রভাবে আমদানি পণ্য ও জাহাজ ভাড়া বেড়েছে। ফলে আমদানি ব্যয় ঊর্ধ্বমুখী রয়েছে। এতে রপ্তানি ও প্রবাসী আয় দিয়ে আমদানির খরচ মিটছে না। এ সংকটে ডলারের দাম বেড়েছে। পরিপ্রেক্ষিতে সদ্য সমাপ্ত মে মাসে প্রবাসী আয় হ্রাস পেয়েছে।
গত মাসে ১৮৮ কোটি ডলার দেশে পাঠিয়েছেন প্রবাসীরা। ২০২১ সালের ওই সময়ে প্রবাসী আয় এসেছিল ২১৭ কোটি ডলার। ফলে আগের বছরের একই সময়ের তুলনায় গত মাসে প্রবাসী আয় কমেছে প্রায় ১৩ শতাংশ।