নগরীর পূজামন্ডপে পবিত্র কোরআন সংক্রান্ত ঘটনার মামলায় গ্রেফতার ইকবাল হোসেনসহ ৪ জনের বিরুদ্ধে তৃতীয় দফায় ৩ দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
বুধবার মুখ্য বিচারিক হাকিম আদালতে তাদেরকে তোলার পর বিকাল পৌনে ৪ টায় রিমান্ডে পাঠানোর আদেশ দেন বিচারক চন্দন কান্তি নাথ। এ তথ্য নিশ্চিত করেছেন সিআইডির অতিরিক্ত পুলিশ সুপার খান মোহাম্মদ রেজওয়ান।
এর আগে ২৩ অক্টোবর একই মামলায় ৪ আসামি ইকবাল হোসেন, ৯৯৯-এ কল করা ইকরাম, মসজিদের খাদেম ফয়সাল ও তার সহযোগী হুমায়ুনের ৭ দিন করে রিমান্ড মঞ্জুর করেন আদালত।
এর আগে গত ১৩ অক্টোবর নগরীর নানুয়া দীঘির উত্তর পাড়ের একটি অস্থায়ী পূজামন্ডপের ঘটনায় পাশবর্তী রাস্তা ও বাসাবাড়ির সিসিটিভি ফুটেজে ইকবাল হোসেন শনাক্ত হয়। তাকে গত ২২ অক্টোবর দুপুরে কক্সবাজার থেকে কুমিল্লা পুলিশ লাইন্সে নিয়ে আসা হয়।