কোপা আমেরিকার নকআউট পর্বের খেলা শুরুর আগে কিছু নিয়মে বদল আনা হয়েছে। সবচেয়ে চমকপ্রদ পরিবর্তন হচ্ছে, নকআউট পর্বে কোনো ম্যাচ অমীমাংসিত থাকলে অতিরিক্ত ত্রিশ মিনিট খেলা হবে না।
সর্বশেষ ২০১৫ ও ২০১৬ সালের আসরের নকআউট পর্বে অতিরিক্ত ৩০ মিনিট খেলার সুযোগ বাতিল করা হয়েছিল। এবার সেই পুরনো নিয়মে ফিরে গেল লাতিন আমেরিকান ফুটবলীয় শ্রেষ্ঠত্বের এ আসর। অর্থাৎ ম্যাচ অমিমাংসিত থাকলে অতিরিক্ত ত্রিশ মিনিট খেলার সুযোগ না দিয়ে সরাসরি পেনাল্টি শ্যুটআউট শুরু হবে।
তবে ফাইনাল ম্যাচে আবার অতিরিক্ত ত্রিশ মিনিটের ব্যবস্থা থাকবে। অর্থাৎ কোপা আমেরিকার শিরোপা নির্ধারণী ম্যাচটি ড্র হলে অতিরিক্ত ৩০ মিনিটে খেলা গড়াবে। এর আগে ২০১৯ সালের কোপা আমেরিকায় একই নিয়ম থাকলেও কিছুটা বদল ছিল। তবে সেমিফাইনাল থেকে পরবর্তী ম্যাচগুলোতে অতিরিক্ত ত্রিশ মিনিট দেওয়া হতো।
বাংলাদেশ সময় আজ শুক্রবার দিবাগত রাত ৩টায় পেরু-প্যারাগুয়ে ম্যাচ দিয়ে শুরু হচ্ছে কোপা আমেরিকার শেষ আটের লড়াই। এরপর বাংলাদেশ সময় ভোর ৬টায় চিলির মুখোমুখি হবে ব্রাজিল।