গত ২৪ ঘণ্টায় দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে তিনজনের মৃত্যু হয়েছে। এসময় আরও ২৮৮ রোগী দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে। এর মধ্যে ঢাকাতেই ভর্তি হয়েছে ২৩২ জন। বাকি ৫৬ জন ঢাকার বাইরে।
এ নিয়ে এবছরে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন মোট ১৪ হাজার ৫০৯ জন। একই সময়ে দেশে ডেঙ্গুতে মারা গেছেন ৫৭ জন।
মঙ্গলবার (১৪ সেপ্টেম্বর) বিকেলে ডেঙ্গু পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সী অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের নিয়মিত ডেঙ্গু বিষয়ক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
এতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন এক হাজার ২৫৬ জন। এর মধ্যে ঢাকার ৪১টি সরকারি ও বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন এক হাজার ৬৭ জন। অন্যান্য বিভাগে ভর্তি আছেন ১৮৯ জন।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, এবছরে এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হওয়ার পর সুস্থ হয়েছেন ১৩ হাজার ১৯৬ জন।
এনিয়ে চলমান সেপ্টেম্বর মাসের প্রথম ১৪ দিনেই ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন চার হাজার ১৫৩ জন।
প্রসঙ্গত, চলতি বছরের জানুয়ারি মাসে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছিলেন ৩২ জন, ফেব্রুয়ারিতে ৯ জন, মার্চে ১৩ জন, এপ্রিলে ৩ জন, মে মাসে ৪৩ জন, জুনে ২৭২ জন আর জুলাইয়ে আগের সব রেকর্ড ভেঙে শনাক্ত হয় ২ হাজার ২৮৬ জন। এরপর আগস্টের মাত্র ১০ দিনেই ডেঙ্গু জুলাইয়ের রেকর্ড ভাঙে। পুরো মাসে আক্রান্ত হন সাত হাজার ৬৯৮ জন।
২০১৯ সালে দেশে ডেঙ্গু মারাত্মক আকার ধারণ করে। এসময় দেশে এক লাখের বেশি মানুষ আক্রান্ত হয়েছিলেন। পরের বছর ২০২০ সালে তা অনেকটা কমে আসায় হাসপাতালগুলো এক হাজার ৪০৫ জন রোগী পেয়েছিল। এবছর আবারো রোগীর সংখ্যা ব্যাপকহারে বাড়তে শুরু করেছে। স্বাস্থ্য সংশ্লিষ্টরা মহামারি করোনার মধ্যেই এমনভাবে ডেঙ্গুর বৃদ্ধি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন।