করোনাভাইরাসের বিস্তার রোধে আগামীকাল থেকে সারা দেশ লকডাউন হচ্ছে। এর মধ্যে চার দিন বন্ধের পর আগামী সোমবার থেকে সীমিত পরিসরে ব্যাংক খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক।
লকডাউনে ব্যাংকের সময়সূচি নিয়ে আজ প্রজ্ঞাপন জারি করেছে কেন্দ্রীয় ব্যাংক।
আগামীকাল ১ জুলাই বৃহস্পতিবার জুলাই ব্যাংক হলিডে। এ কারণে এদিন কোনো ব্যাংক খোলা থাকবে না। পরের দুই দিন শুক্রবার ও শনিবার সাপ্তাহিক ছুটি। বাংলাদেশ ব্যাংকের প্রজ্ঞাপনে বলা হয়েছে, ৪ জুলাই রোববারও ব্যাংক বন্ধ থাকবে। সেই হিসাবে চার দিন ছুটির পর সোমবার থেকে ব্যাংকে লেনদেন শুরু হবে। চালু থাকবে সকাল ১০টা থেকে বেলা দেড়টা পর্যন্ত। ৭ জুলাই পর্যন্ত এই সময়সূচিতে ব্যাংকে লেনদেন চলবে।