নবীনগর উপজেলা গ্র্যাজুয়েট এসোসিয়েশনের নবনির্বাচিত কমিটির দায়িত্ব গ্রহন ও প্রথম সভা অনুষ্ঠিত
নবীনগর উপজেলা গ্র্যাজুয়েট এসোসিয়েশন এর নবনির্বাচিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর করেছে সংগঠনটির এড হক কমিটি। ১২ আগষ্ট খ্রি. শনিবার রাজধানীতে বাংলাদেশ আরচ্যারী ফেডারেশনে আনুষ্ঠানিকভাবে এড হক কমিটির আহবায়ক মো. সফিকুল ইসলাম সফিক ও সদস্য সচিব কাজী ইমরুল কবীর সুমন নবনির্বাচিত কমিটির সভাপতি কাজী রাজিব উদ্দীন আহমেদ চপল ও সহ সভাপতি মো. মমিনুল ইসলামের কাছে দায়িত্ব বুঝিয়ে দেন। এসময় প্রধান নির্বাচন কমিশনার প্রিন্সিপ্যাল ইউনুস মোল্লা সহ নবনির্বাচিত কমিটি ও এড হক কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।
পরে নবনির্বাচিত কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়। সভায় আগামী সেপ্টেম্বর মাসে নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান আয়োজনের সিদ্ধান্ত নেয়া হয়। এজন্য প্রধান নির্বাচন কমিশনার প্রিন্সিপ্যাল ইউনুস মোল্লাকে আহবায়ক ও সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ শাহ আলমকে সদস্য সচিব করে একটি সাব কমিটি গঠন করা হয়।
বাংলাদেশ আরচ্যারী ফেডারেশন দেশের সেরা ক্রীড়া ফেডারেশন হিসেবে শেখ কামাল জাতীয় ক্রীড়া পরিষদ পুরস্কার-২০২৩ পাওয়ায় ও ক্রীড়া সংগঠক হিসেবে ব্যক্তিগতভাবে জাতীয় ক্রীড়া পুরস্কার পাওয়ায় এই ফেডারেশনের সাধারণ সম্পাদক এবং নবীনগর উপজেলা গ্র্যাজুয়েট এসোসিয়েশনের নবনির্বাচিত সভাপতি ও কিউট ব্র্যান্ডের শিল্প প্রতিষ্ঠান মৌসুমী ইন্ডাস্ট্রিজ লিমিটেড এর চেয়ারম্যান কাজী রাজীব উদ্দীন আহমেদ চপলকে সভায় ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান হয়।