রাজধানীর কাকরাইলে অবস্থিত ইসলামী ব্যাংক সেন্ট্রাল হাসপাতালে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। তবে এ আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসকে কাজ করতে হয়নি। তারা পৌঁছানোর আগেই আগুন নিভে যায়। এছাড়া এ ঘটনায় প্রাথমিকভাবে হতাহতের কোনো পাওয়া যায়নি।
বৃহস্পতিবার (৬ এপ্রিল) রাত ৯টা ৫৪ মিনিটে আগুনের খবর পায় ফায়ার সার্ভিস।
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার এরশাদ হোসেন গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করে বলেন, আমরা আজ রাত ৯টা ৫৪ মিনিটে রাজধানীর কাকরাইলে অবস্থিত ইসলামী ব্যাংক সেন্ট্রাল হাসপাতালে আগুন লাগার খবর পাই। এরপর আমাদের ৪টি ইউনিট ঘটনাস্থলের দিকে রওনা হয়। রাত ১০টা ৫মিনিটে আমাদের ইউনিটগুলো ঘটনাস্থলে পৌঁছানোর আগেই আগুন নিভে গেছে।
তিনি আরও বলেন, প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। এছাড়া আগুনে কেউ হতাহতের সংবাদও আমাদের কাছে আসেনি।