রাজধানীর বঙ্গবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় সারাদেশের মানুষের মতো কষ্ট পেয়েছেন শোবিজ তারকারাও। নিজেদের সোশ্যাল হ্যান্ডেলে সহমর্মিতা প্রকাশ করে পোস্ট করেছেন কষ্টের অনুভূতি।
অভিনেতা চঞ্চল চৌধুরী বলেন, ‘আহা রে বঙ্গবাজার…। ছোট ছোট সাধ্য আর স্বপ্নের ফেরিওয়ালা, আগুনে ছারখার।’
অভিনেত্রী শবনম বুবলী লেখেন, ‘রাজধানীর বঙ্গবাজারে ভয়াবহ আগুন লেগেছে। নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ইউনিট। যোগ দিয়েছে সেনা, বিমান, নৌবাহিনী ও বিজিবির সাহায্যকারী দল। আল্লাহ সবাইকে হেফাজত দান করুন আমিন। ’
অভিনেত্রী রিচি সোলায়মান লিখেছেন, ‘আহা রে বঙ্গবাজার! আমরা ঈদ নিয়ে দৌড়াচ্ছি ওরা রাতে কী খাবে তাই ভাবছে। একটা দোকান এক-দুইটা আরো কত কত পরিবার।’
মেহজাবীন চৌধুরী লিখেছেন, ‘জ্বলছে বঙ্গবাজার! জ্বলছে হাজার হাজার মানুষের স্বপ্ন আর রিজিক। একেকটা দোকান পুড়ে যাওয়া মানে একেকটা পরিবার জ্বলে-পুড়ে ছারখার-ভস্ম হয়ে যাওয়া। হে আল্লাহ! তুমি রক্ষা করো! ’
নির্মাতা অমিতাভ রেজা চৌধুরী লিখেছেন, ‘এক কোটি লোক ১০০ টাকা করে দিলে আমরা ১০০ কোটি টাকা তুলতে পারি বঙ্গবাজারের খুদে ব্যবসায়ীদের জন্য।’
অভিনেত্রী তানভীন সুইটি লেখেন, ‘চারদিকে কান্নার শব্দ…। আল্লাহ আমাদের বাঁচান। ছোট ছোট এই দোকানের মালিকদের কত স্বপ্ন, ঈদে ভালো বিক্রি হবে, পরিবার নিয়ে ঈদ করবে, সব স্বপ্ন আগুন কেড়ে নিল। আল্লাহ রহম করেন বঙ্গবাজারসহ ক্ষতিগ্রস্ত সব বাজারের ব্যবসায়ীদের। ’
কণ্ঠশিল্পী রুমানা মোর্শেদ কনকচাঁপা লেখেন, ‘বঙ্গবাজারের সমস্ত ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের জন্য আমার আন্তরিক ও অন্তহীন সমবেদনা। বারবার কেন এভাবে একটা মার্কেটে আগুন লাগে? আল্লাহ তুমি রক্ষা করো।’
প্রসঙ্গত, মঙ্গলবার (৪ এপ্রিল) ভোর ৬টা থেকে আগুনে পুড়ছিল বঙ্গবাজারের বেশ কয়েকটি মার্কেট। সাড়ে ৬ ঘণ্টা পর দুপুর ১২টা ৩৬ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসার তথ্য জানান ফায়ার সার্ভিসের মিডিয়া শাখার কর্মকর্তা শাহজাহান শিকদার।