রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ০১:১৭ অপরাহ্ন
শিরোনাম :
সাইবার আইনের প্রত্যাহার হচ্ছে ৫৮১৮ মামলা নদী দূষণমুক্ত করা গেলে পরিবেশ উন্নত হবে ২৫ জেলায় নতুন জেলা প্রশাসক অফিস আদালত খুলেছে, যানচলাচল স্বাভাবিক ছাগলকাণ্ডে মতিউর ও তার স্ত্রী এবং সন্তানদের ব্যাংক হিসাব স্থগিত বরুড়ায় মামার বিরুদ্ধে ভাগিনার প্রতারণার গুরুতর অভিযোগ! মোশারফ প্যারিস অলিম্পিকে ডাক পেলেন অলিম্পিক রিংয়ে সাজবে আইফেল টাওয়ার প্রতি ভরি সোনার দাম এক লাখ ১৭ হাজার ৫৭৩ টাকা! বরিশাল প্লে-অফে শক্তিশালী হচ্ছেন রওশন, দুর্বল জিএম কাদের! খাদ্যপণ্যের দাম বেড়েছে ১৭ ফেব্রুয়ারি থেকে ৮ মিনিট পরপর চলবে মেট্রোরেল আওয়ামী লীগের মনোনয়ন পেলেন ৪৮ নারী প্রার্থী সিরিজ নির্বাচন করতে চায় ইসি

টটেনহ্যামে অন্তত আরো দুটি ট্রান্সফার প্রয়োজন

রিপোর্টারের নাম :
আপডেট : আগস্ট ৩০, ২০২২

প্রিমিয়ার লিগে শিরোপা জয়ের চ্যালেঞ্জে ট্রান্সফার উইন্ডোতে অন্তত আরো দুটি চুক্তি প্রয়োজন বলে মনে করছেন টটেনহ্যামের কোচ এন্টোনিও কন্টে।
মৌসুম শুরুর প্রথম চার ম্যাচ থেকে তিনটি জয় নিশ্চিত করে স্পার্সরা বর্তমান চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটির সাথে সমান ১০ পয়েন্ট অর্জন করেছে। এ পর্যন্ত চার ম্যাচে মূল একাদশে খুব একটা পরিবর্তন করেননি কন্টে। কিন্তু তিনি বিশ্বাস করেন এখনো কিছু কিছু জায়গায় স্পার্সদের শক্তি মজবুত করার প্রয়োজন আছে।
এ সম্পর্কে ইতালিয়ান কন্টে বলেছেন, ‘গত মৌসুমের সাথে তুলনা করলে এবার আমরা আরো বেশী পরিপূর্ণ দল। কিন্তু শীর্ষ পর্যায়ের অন্যান্য দলগুলোর কাছাকাছি পৌঁছাতে হলে আমাদের আরো সময় লাগবে, ট্রান্সফার মার্কেটে ধৈর্য্য ধরতে হবে। এই মুহূর্তে আমাদের অন্তত আরো দুটি ট্রান্সফার করাটা জরুরী।’
রোববার সিটি গ্রাউন্ডে নটিংহ্যাম ফরেস্টের বিপক্ষে স্পার্সদের ২-০ গোলের জয়ের ম্যাচটিতে দুই গোল করেছিলেন হ্যারি কেন। এছাড়াও একটি পেনাল্টি মিস করেছেন ইংলিশ এই অধিনায়ক। বুধবার পরের ম্যাচে তারা লন্ডন স্টেডিয়ামে ওয়েস্ট হ্যামের মোকাবেলা করবে।
বৃহস্পতিবার ট্রান্সফার উইন্ডোর সময়সীমা শেষ হয়ে যাচ্ছে। তার আগে নতুন রিক্রুট নিয়ে ইতোমধ্যেই ক্লাবের বোর্ডের সাথে আলোচনা করেছেন কন্টে। তবে একইসাথে তিনি বলেছেন যদি নতুন চুক্তি নাও হয় তবেও তার পক্ষ থেকে কোন আক্ষেপ থাকবে না। আগামী মাসে চ্যাম্পিয়ন্স লিগের মিশন শুরু করতে যাচ্ছে টটেনহ্যাম। আগামী নভেম্বর-ডিসেম্বরে বিশ^কাপের বিরতির আগে ব্যস্ত সূচীতে স্পার্সরা কিভাবে নিজেদের মেলে ধরতে পারে সেদিকেই এখন তাকিয়ে আছেন কন্টে।
এ সম্পর্কে কন্টে বলেন, ‘প্রতি তিন দিনে একটি করে ম্যাচ খেলতে হলে এটাই স্বাভাবিক যে দলে পরিবর্তন আসবে। এটা খেলোয়াড়দেরও বুঝতে হবে। আর এই মুহূর্তে ক্লাবের বুঝতে হবে আসলে আমরা সত্যিকার অর্থে শক্তিশালী দল হিসেবে পরিনত হয়েছি কিনা।’
এবারের মৌসুমে কেন তিন ম্যাচে চার গোল করেছেন। স্পার্সদের সাথে তার চুক্তি এখনো দুই বছর বাকি রয়েছে। কন্টে জানিয়েছেন ইংলিশ অধিনায়কের চুক্তি নিয়ে এই মুহূর্তে কোন আপডেট নেই। ২৯ বছর বয়সী কেন নিজেও ক্লাবকে এগিয়ে নিয়ে যাবার জন্য মুখিয়ে আছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য সংবাদ