টানা কয়েকদিন ধরে বিশ্ববাজারে ঊর্ধ্বমুখী ছিল তেলের দাম। বাড়তে বাড়তে প্রতি ব্যারেলের মূল্য পৌঁছেছিল ১০০ ডলারের ওপরের। তবে আবার জ্বালানি পণ্যটির দর নিম্নমুখী হতে শুরু করেছে। ব্যারেলপ্রতি দাম ১০০ ডলারের নিচে নেমে এসেছে।
বার্তা সংস্থা রয়টার্সের বরাত দিয়ে বিজনেস স্ট্যান্ডার্ডের এক প্রতিবেদনে বলা হয়, শিগগিরই মূল্যস্ফীতি কমার সম্ভাবনা নেই। যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের (ফেড) চেয়ারম্যান জেরোম পাওয়েল এ ইঙ্গিত দিয়েছেন। ফলে সতর্ক অবস্থানে আছেন বিনিয়োগকারীরা। বুঝে-শুনে বিনিয়োগে পা বাড়াচ্ছেন তারা। এতে জ্বালানি তেলের দরপতন হয়েছে।
আন্তর্জাতিক বেঞ্চমার্ক ব্রেন্ট ক্রুড ফিউচার্সের দাম কমেছে ১ সেন্ট। প্রতি ব্যারেল বিক্রি হচ্ছে ৯৯ দশমিক ৩৩ ডলারে। যুক্তরাষ্ট্রের বেঞ্চমার্ক ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) ক্রুড ফিউচার্সের মূল্য হ্রাস পেয়েছে ৩৩ সেন্ট। ব্যারেলপ্রতি বিক্রি হচ্ছে ৯২ দশমিক ১৯ ডলারে।
দুই ধরনেরই তেলের চুক্তি বেড়েছে। সেই সঙ্গে ১ ডলার করে দাম কমেছে। এর আগে প্রতি ব্যারেল ব্রেন্ট ক্রুড বিক্রি হয় ১০০ দশমিক ৮৭ ডলারে। আর ব্যারেলপ্রতি ডব্লিউটিআই বিক্রি হয় ৯৩ দশমিক ৭২ ডলারে।