আড়াই হাজার কোটি টাকা ব্যয়ে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি-একনেক ৬ প্রকল্পের অনুমোদন দিয়েছে। মঙ্গলবার (১৬ আগস্ট) প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে এসব প্রকল্প অনুমোদ দেওয়া হয়।
একনেক পরবর্তী ব্রিফিংয়ে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান জানান, ‘অনেকে বলার পরও ২ মাসেও দেশ শ্রীলঙ্কা হয়নি। আর খাদে পড়ারও কোনো শঙ্কা নেই। দেশের অর্থনীতি শিগগিরই ৬ মাস আগের ভালো অবস্থানে পৌছে যাবে এমন আশা তার।’
পরিকল্পনা মন্ত্রী জানান, সাবধানতা মানে সংকোচন নয়, অহেতুক ব্যয় না করার নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী। সেপ্টেম্বরের পর দেশে আর লোডশেডিং থাকবে না।’
মন্ত্রী জানান, মূল্যস্ফীতি বাড়ায় সাধারণ মানুষের কষ্ট হচ্ছে সেটা স্বীকার করেছেন প্রধানমন্ত্রী। এই মূল্যস্ফীতি প্রশমনের চেষ্টার কথাও জানান। সংকট নিরসনে রাশিয়া থেকে তেল আনার চেষ্টা চলছে। গার্ডার ভেঙ্গে নিহতের ঘটনায় দুঃখ প্রকাশ করে ঘটনার নিবিড় তদন্তের নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী।