ঠাকুরগাঁও সদর উপজেলার বোর্ড অফিস নামক এলাকায় ট্রাকের চাপায় অটোরিকশার চার যাত্রী নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও দু’জন।
বৃহস্পতিবার (১৫ জুলাই) দুপুরে ঠাকুরগাঁও-পঞ্চগড় মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
ঠাকুরগাঁও ফায়ার সার্ভিস স্টেশন অফিসার মফিদার রহমান জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা দ্রুত গিয়ে মরদেহ উদ্ধার করে।
এখনও উদ্ধার কাজ চলছে। আহতদের উদ্ধার করে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে পাঠানো হচ্ছে।