বিশ্বজুড়ে অর্থনৈতিক শঙ্কার মধ্যেও গত জুলাইয়ে যুক্তরাষ্ট্রে কর্মসংস্থান বেড়েছে। এতে আবারও মার্কিন কেন্দ্রীয় ব্যাংকের (ফেড) সুদের হার বৃদ্ধির প্রবল সম্ভাবনা দেখা দিয়েছে। ফলে দেশটির মুদ্রা ডলারের দাম আরও বাড়ার আশঙ্কা করা হচ্ছে।
পাশাপাশি ট্রেজারি ইল্ডও উর্ধ্বমুখী হওয়ার প্রত্যাশা করা হচ্ছে। তাতে সোমবার (৮ আগস্ট) বিশ্ববাজারে স্বর্ণের দাম কমেছে। বার্তা সংস্থা রয়টার্সের বরাত দিয়ে সিএনবিসির এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, এদিন স্পট গোল্ডের মূল্য হ্রাস পেয়েছে শূন্য দশমিক ১ শতাংশ। প্রতি আউন্স বিক্রি হয়েছে ১৭৭১ ডলার ৭৪ সেন্টে। আগের সেশনে যা ১ শতাংশ পড়ে যায়।
এছাড়া ইউএস গোল্ড ফিউচার্সের দর কমেছে শূন্য দশমিক ২ শতাংশ। প্রতি আউন্স এ স্বর্ণ বিকিয়েছে ১৭৮৮ ডলার ২০ সেন্টে।
এসপিআই অ্যাসেট ম্যানেজমেন্টের ম্যানেজিং পার্টনার স্টিফেন ইন্নেস বলেন, গত মাসে যুক্তরাষ্ট্রে চাকরির সংখ্যা বৃদ্ধি পেয়েছে। ফলে আগামী সেপ্টেম্বরে ৭৫ বেসিস পয়েন্ট সুদহার বাড়াতে পারে ফেড। স্বর্ণের জন্য যা নেতিবাচক হবে।
মার্কিন মুলুকে বিগত ৪০ বছরে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে মূল্যস্ফীতির হার। সাম্প্রতিক সময়ে দেশটিতে লাফিয়ে লাফিয়ে বাড়ছে নিত্যপণ্যের দাম। এ পরিস্থিতি নিয়ন্ত্রণে সুদহার বাড়িয়ে যাচ্ছে ফেড।
আগামী ২১ সেপ্টেম্বর গুরুত্বপূর্ণ বৈঠকে বসবেন মার্কিন কেন্দ্রীয় ব্যাংকটির নীতি-নির্ধারকরা। সেখানে ফের সুদহার বাড়ানোর ঘোষণা দিতে পারেন তারা।
এমনটি হলে প্রধান আন্তর্জাতিক মুদ্রা ডলারের দাম আবার ঊর্ধ্বমুখী হবে। এতে বিনিয়োগকারীদের কাছে নিরাপদ আশ্রয় স্বর্ণের আবেদন কমতে পারে।