জেলার টুঙ্গিপাড়ায় আজ শোকাবহ আগস্টের প্রথমদিনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে ফুল দিয়ে শোকের মাসের কর্মসূচীর সূচনা করা হয়েছে।
আজ সোমবার সকাল থেকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি সৌধ কমপ্লেক্স মসজিদে মাসব্যাপী কোরআনখানি শুরু হয়েছে। জাতির পিতার সমাধি সৌধ-সহ টুঙ্গিপাড়ার সর্বত্র কালো পতাকা উত্তোলন করা হয়েছে। আওয়ামী লীগ নেতা কর্মী সমর্থক সহ সর্বস্তরের মানুষ শোকের চিহ্ন বুকে কালো ব্যাজ ধারণ করেছেন।
এদিন সকাল ৯ টায় গোপালগঞ্জ জেলা প্রশাসনের পক্ষ থেকে টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধুর সমাধি সৌধের বেদীতে পুষ্পস্তবক অর্পণ করে মাসব্যাপী কর্মসূচির সূচনা করেন গোপালগঞ্জের জেলা প্রশাসক শাহিদা সুলতানা।
পরে গোপালগঞ্জে পুলিশ সুপার আয়েশা সিদ্দিকা বঙ্গবন্ধুর সমাধিসৌধের বেদীতে ফুল দিয়ে বঙ্গবন্ধুর প্রতি শোকাবহ আগস্টের শ্রদ্ধা জানান।
এরপর টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগ, উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, মুক্তিযোদ্ধা সংসদ, পৌর আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগ, মহিলা আওয়ামী লীগ, কৃষক লীগ সহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে জাতির পিতার সমাধিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়।
শ্রদ্ধা নিবেদন শেষে জাতির পিতা কঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও ১৯৭৫ সালের ১৫ আগস্টের শহীদদের রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া মোনাজ করা হয়। এছাড়া দোয়া-মোনাজাতে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার সাফল্য, দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করা হয়।
এসময় টুঙ্গিপাড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান সোলায়মান বিশ্বাস, টুঙ্গিপাড়া পৌরসভার মেয়র শেখ তোজাম্মেল হক টুটুল, গোপালগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. রাশেদুর রহমান, জেলায় স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মো. আজহারুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোছা. নাজমুন্নাহার, গোপালগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার মিজানুর রহমান, টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মহসিন উদ্দিন, টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মো. ইলিয়াস হোসেন, টুঙ্গিপাড়া পৌর আওয়ামী লীগের সভাপতি শেখ সাইফুল ইসলাম ও সাধারণ সম্পাদক ফোরকান বিশ্বাস প্রমুখ-সহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী ও বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।