প্রযুক্তি ব্যবহার করে মানবপাচার বাড়ছে বলে জানিয়েছেন বাংলাদেশে আন্তর্জাতিক অভিবাসন সংস্থার প্রধান আব্দুস সাত্তার ইসভ।
শনিবার (৩০শে) রাজধানীর একটি হোটেলে মানবপাচার রোধে করণীয় নিয়ে সেমিনারে তিনি এ মন্তব্য করেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, মানবপাচারকারীরা ডিজিটাল স্পেসে ঢুকে গেছে। বিশেষ করে করোনার সময় থেকেই মানবপাচারকারীদের প্রযুক্তির ব্যবহার বেড়ে গেছে।
তবে মানবপাচার চক্রগুলো শনাক্ত করতে সরকার তৎপর রয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। একই অনুষ্ঠানে পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন বলেন, সরকার নিরাপদ অভিবাসন নিয়ে কাজ করছে।