মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ০২:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
আমার নামে মিথ্যা খবর ছড়ানো হচ্ছে – হাজী কাওছার প্রকাশিত সংবাদের যুবদল নেতা হাজী কাওছারের প্রতিবাদ দেশ বিদেশের সর্বস্তরের জনগনকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন বিশিষ্ট ব্যবসায়ী নজরুল ইসলাম নজু রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংস্কার কমিশনের আলোচনা ফেব্রুয়ারিতে চার সংস্কার কমিশন সুপারিশমালা জমা সাইবার আইনের প্রত্যাহার হচ্ছে ৫৮১৮ মামলা নদী দূষণমুক্ত করা গেলে পরিবেশ উন্নত হবে ২৫ জেলায় নতুন জেলা প্রশাসক অফিস আদালত খুলেছে, যানচলাচল স্বাভাবিক ছাগলকাণ্ডে মতিউর ও তার স্ত্রী এবং সন্তানদের ব্যাংক হিসাব স্থগিত বরুড়ায় মামার বিরুদ্ধে ভাগিনার প্রতারণার গুরুতর অভিযোগ! মোশারফ প্যারিস অলিম্পিকে ডাক পেলেন অলিম্পিক রিংয়ে সাজবে আইফেল টাওয়ার প্রতি ভরি সোনার দাম এক লাখ ১৭ হাজার ৫৭৩ টাকা! বরিশাল প্লে-অফে

বিশ্বকাপে জায়গা নিশ্চিত করলো আর্জেন্টিনা

রিপোর্টারের নাম :
আপডেট : জুলাই ৩০, ২০২২

কোপা আমেরিকার ফাইনালে ওঠা হয়নি আর্জেন্টিনা নারী দলের। তবে অপেক্ষা ছিল নারী বিশ্বকাপে জায়গা চূড়ান্ত করার। কোপা আমেরিকার তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের শেষ মুহূর্তে জয় পেয়ে এই কাজটিতে এগিয়ে রয়েছে আর্জেন্টিনা। প্যারাগুয়েকে ৩-১ গোলে হারিয়ে আর্জেন্টিনা নারী দল জায়গা করে নিয়েছে বিশ্বকাপে।

কলম্বিয়ার মাঠ এস্তাদিও সেন্তেনারিওতে শনিবার সকালে প্যারাগুয়ের মুখোমুখি হয় আর্জেন্টিনা। রুদ্ধশ্বাস ম্যাচের ৭৮ মিনিট পর্যন্ত পিছিয়ে ছিল আর্জেন্টিনা! যদিও শেষ ১২ মিনিটে ৩ গোল করে সব শঙ্কা উড়িয়ে দিয়েছে আকাশী-সাদারা। ম্যাচজুড়েই বলের দখল, প্রতিপক্ষ গোলমুখে শট, সব দিক থেকে এগিয়ে ছিল আর্জেন্টিনা। তবু প্রথমার্ধ শেষে পিছিয়ে পড়ে তারা। ৩৯ মিনিটে নিজেদের জালে বল জড়িয়ে বসেন মিডফিল্ডার রমিনা নুনিয়েজ।

পিছিয়ে পড়ে দ্বিতীয়ার্ধে ম্যাচে ফেরার জোর চেষ্টা চালিয়েছে আর্জেন্টিনা। তবে ম্যাচের ৭৮ মিনিট পর্যন্ত আলবিসেলেস্তেদের সব চেষ্টাই বিফলে গেছে। আর তাতে শঙ্কাটাও পাল্লা দিয়ে বাড়ছিল দলটির।তবে ৭৮ মিনিটে ইয়ামিলা রদ্রিগেজের গোলের পরই বদলে যায় দৃশ্যপট। আর্জেন্টিনা ফেরে সমতায়। এরপর নির্ধারিত সময়ের শেষ মিনিটে গোল করেন ফ্লোরেন্সিয়া বনসেগুন্দো। তাতে ২-১ ব্যবধানে এগিয়ে যায় আকাশী-সাদারা।

পরের মিনিটে আর্জেন্টিনা ম্যাচটা প্যারাগুয়ের ধরাছোঁয়ার বাইরে নিয়ে যায়। ইয়ামিলা পান দ্বিতীয় গোলের দেখা। ৩-১ গোলে জিতে তৃতীয় স্থান তো বটেই, আর্জেন্টিনা নিশ্চিত করে বিশ্বকাপে খেলাও। আর প্যারাগুয়ে টুর্নামেন্ট শেষ করে ৪ নম্বরে থেকে।

এর আগে সেমিফাইনালে কলম্বিয়ার কাছে ১-০ গোলে হারের ফলে কোপা আমেরিকা জেতার স্বপ্ন অধরাই রয়ে যায় দলটির। অপর সেমিফাইনালে আর্জেন্টিনার চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিল প্যারাগুয়েকে হারায় ২-০ গোলে। তাতে নিজেদের ৮ম শিরোপার স্বপ্ন পূরণের চূড়ান্ত ধাপে গিয়ে গেছে সেলেসাওরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য সংবাদ