বিশ্বে এখন পর্যন্ত বিশ্বের ৭৮টি দেশে ১৮ হাজারেরও বেশি মানুষ এ ভাইরাসে আক্রান্ত হয়েছে। যার ৭০ শতাংশই ইউরোপের বিভিন্ন দেশের বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।
বুধবার (২৭ শে জুলাই) এক সংবাদসম্মেলনে এ তথ্য দেন সংস্থাটির প্রধান তেদরোস আধানম গেব্রিয়াসাস।
এসময় ডব্লিউএইচওর প্রধান বলেন, বিশ্ববাসী যদি সচেতন হয় তাহলেই এই ভাইরাস ঠেকানো সম্ভব। এই রোগ থেকে আত্মরক্ষা অনেকটাই নিজের ওপর নির্ভর করছে বলে জানান তিনি।
রোগটির বিভিন্ন লক্ষণের মধ্যে রয়েছে জ্বর, মাথাব্যথা, ঘেমে যাওয়া, পিঠে ব্যথা, মাংসপেশির টান ও অবসাদ। প্রথম পর্যায়ে রোগীর জ্বর আসে, পাশাপশি শরীরে দেখা দেয় ফোস্কা ও অধিকাংশ ঘটনায় শুরুতে মুখে ফুসকুড়ি দেখা দেয়। পরে শরীরের অন্যান্য অংশে ছড়িয়ে পড়ে; বিশেষ করে হাতের তালু ও পায়ের তলা।
এরইমধ্যে বিশ্বব্যাপী মাঙ্কিপক্স ভাইরাসকে জরুরি স্বাস্থ্য সর্তকতা ঘোষণাও করেছে সংস্থাটি।