সফলভাবে চলতি বছরের পবিত্র হজ সম্পন্ন করার পর সৌদি কর্তৃপক্ষ ওমরাহ সিজন ১৪৪৪-এর নিবন্ধন কার্যক্রম শুরু করেছে। আগামী ১৯ জুলাই থেকে তা শুরু হচ্ছে।
গণমাধ্যম দ্য ইসলামিক ইনফরমেশন-এর প্রতিবেদন অনুযায়ী, নতুন মৌসুমের জন্য ওমরাহ নিবন্ধন পুনরায় চালুর পর সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয় নতুন বিধিনিষেধ জারি করেছে।
ওমরাহ পালনে ইচ্ছুক সবাইকে নিন্মোক্ত বিধিনিষেধ মেনে চলার আহ্বান জানিয়েছে সৌদি কর্তৃপক্ষ। হারামাইন শরীফ এক টুইট বার্তায় এসব বিধিনিষেধ প্রকাশ করেছে:
পাঁচ বছর বয়স না হলে শিশুরা ওমরাহ করতে পারবে না এবং পাঁচ বছরের কম বয়সী শিশুদের পবিত্র কাবা শরীফ প্রাঙ্গণে প্রবেশের অনুমতি দেয়া হবে না।
মন্ত্রণালয় ওমরাহ ভিসা দেয়া শুরু করেছে এবং ওমরাহ পালনে ইচ্ছুক মুসল্লিদের প্রথম দল আসবে ১লা মহরম।
এবারের ওমরাহ পালনে কোভিড-১৯ ভ্যাকসিন বা পিসিআর পরীক্ষার প্রয়োজন নেই।
মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর চেম্বার বা রওজা মুবারক পরিদর্শন করতে চাইলে ‘ইতমারনা’ অ্যাপের মাধ্যমে আবেদন করার নির্দেশ দেয়া হয়েছে।
যাদের ট্যুরিস্ট ভিসা আছে তারা ১৯ তারিখের মধ্যে পারমিটের জন্য আবেদন করতে পারবেন।
ইসলামিক ইনফরমেশনের প্রতিবেদনে আরও বলা হয়েছে, হজ ও ওমরাহ মন্ত্রণালয় এখনো এই নিষেধাজ্ঞার কারণ নিশ্চিত করেনি। গণমাধ্যমটির পক্ষ থেকে সৌদি মন্ত্রণালয়ে যোগাযোগ করেও কোনো উত্তর মেলেনি।