চলতি মাসের শেষে নতুন ওমরাহ সিজন শুরু হবে বলে জানিয়েছে সৌদি আরবের হজ ও ওমরাহ বিষয়ক মন্ত্রণালয়।
আসছে ৩০ জুলাই থেকে শুরু হবে মহররম মাস। সেদিন থেকে ওমরাহ পালন করতে পারবেন মুসল্লিরা।
সৌদি গেজেটের খবর অনুযায়ী, ওমরাহ পালন ও মসজিদে নববী পরিদর্শনে ইচ্ছুক বিশ্বের সব দেশের মুসল্লিরা আজ বৃহস্পতিবার (১৪ জুলাই) থেকে ভিসার জন্য আবেদন করতে পারবেন।
সৌদি মন্ত্রণালয় এক সংবাদ বিবৃতিতে জানায়, দেশি এবং বিদেশি উভয় মুসল্লিদের জন্য ৩০ জুলাই তথা পহেলা মহররম থেকে ওমরাহ শুরু হবে। ওমরাহ ভিসা পেতে প্রয়োজনীয় বিষয়ে জানতে https://haj. gov.sa/ar/InternalPages/Umrah এই ঠিকানায় ভিজিট করতে বলা হয়েছে বিবৃতিতে।
এ ছাড়া ইতমারনা অ্যাপের মাধ্যমে দেশি মুসল্লিরা ওমরাহ’র অনুমতি নিতে পারবেন। ওমরাহ পালন করতে আগ্রহী মুসল্লিদের স্বাস্থ্য সুরক্ষাসহ অন্যান্য ব্যবস্থার সঙ্গে সামঞ্জস্যতা বজায় রেখে ওমরাহ’র কার্যক্রম সম্পাদন নিশ্চিত করা হবে বলেও জানিয়েছে মন্ত্রণালয়।
এ ছাড়া বিদেশি এজেন্টদের পরিষেবা দেয়ার ক্ষেত্রে কি কি যোগ্যতা প্রয়োজন বা নিয়মাবলী মানতে হবে তা জানতে মন্ত্রণালয়ের পোর্টালে যোগ্যতা যাচাইয়ের অনুরোধ জমা দিতে হবে। সে জন্য সংশ্লিষ্টদের https://umralicense.haj.gov.sa লিংকে ভিজিট করতে বলা হয়েছে।