মহামারি করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে বরিশাল বিভাগে গত একদিনে ১৩ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে পাঁচ জন করোনায় আক্রান্ত ছিলেন, আট জন উপসর্গ নিয়ে মারা গেছেন।
একই সময়ে এক হাজার ৮৩৬ জনের নমুনা পরীক্ষা করে ৭১০ জনের করোনা শনাক্ত হয়েছে। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ৩৮ দশমিক ৬৭ শতাংশ। আজ রোববার সকালে বরিশাল বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের সহকারী পরিচালক ডা. শ্যামল কৃষ্ণ মণ্ডল গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, এ বিভাগে এটি এখন পর্যন্ত এক দিনে সর্বোচ্চ রোগী শনাক্তের রেকর্ড। এ নিয়ে মোট শনাক্ত রোগীর সংখ্যা ২২ হাজার ১০৯ জনে দাঁড়াল।