মহামারি করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে একদিনে খুলনা বিভাগে মারা গেছেন আরও ৬০ জর। আজ রোববার বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (স্বাস্থ্য) ডা. রাশেদা সুলতানা গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করে বলেন, খুলনা বিভাগের ১০ জেলায় একদিনে ৬০ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে সর্বোচ্চ ১৪ জন মারা গেছেন খুলনা জেলায়। এ ছাড়া, বাগেরহাটে দুই জন চুয়াডাঙ্গায় ছয় জন, যশোরে ছয় জন, ঝিনাইদহে তিন জন, কুষ্টিয়ায় ১৩ জন মাগুরায় চার জন, মেহেরপুরে পাঁচ জন ও নড়াইলের সাত জন মারা গেছেন।