যুক্তরাজ্যের অর্থমন্ত্রী ঋষি সুনাক ও স্বাস্থ্যমন্ত্রী সাজিদ জাভিদ পদত্যাগ করেছেন। স্থানীয় সময় মঙ্গলবার তাঁরা পদত্যাগপত্র জমা দেন। টুইট বার্তায় পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেন দুই মন্ত্রী। প্রভাবশালী দুই মন্ত্রীর পদত্যাগের ফলে সরকার রক্ষার চাপে পড়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন।
তবে পদত্যাগের কারণ সম্পর্কে স্পষ্ট করে কিছু জানাননি সাজিদ সাভিদ ও ঋষি সুনাক। বিবিসি জানিয়েছে, তাদের পদত্যাগের মধ্যে দিয়ে সরকারের আরও একাধিক এমপি পদত্যাগ করতে পারেন। এমনকি বরিসকে ক্ষমতা থেকে সরাতে দাবিও তুলেছেন কয়েকজন এমপি।
সম্প্রতি যৌন অসদাচরণের অভিযোগে অভিযুক্ত এমপি ক্রিস পিঞ্চারকে তার সরকারে নিয়োগ দেওয়া নিয়ে প্রধানমন্ত্রী জনসন দুঃখ প্রকাশ করার পর সরে দাঁড়ালেন দুই মন্ত্রী।