চলতি মাসে যুক্তরাষ্ট্রের ডলারের বিপরীতে পাকিস্তানের মুদ্রার মান ১৪ দশমিক ৫ শতাংশ কমেছে। মাসিক হিসাবে যা ৫০ বছরের মধ্যে সর্বনিম্ন।
দক্ষিণ এশিয়ার অন্যান্য দেশের মতো পাকিস্তানেও মূল্যস্ফীতি আকাশচুম্বী। এখন উচ্চ আমদানি মূল্য নিয়ন্ত্রণে লড়াই করছে দেশটি। পাকিস্তান কেন্দ্রীয় ব্যাংকের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ব্যাপক হারে কমে গেছে।
এছাড়া সম্প্রতি দেশটিতে রাজনৈতিক বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে। ফলে মার্কিন মুদ্রার বিপরীতে পাকিস্তানি রুপির দাম ইতিহাসের সবচেয়ে নিচে নেমে গেছে।
বার্তা সংস্থা রয়টার্সের বরাত দিয়ে বিজনেস রেকর্ডারের এক প্রতিবেদনে বলা হয়, চলমান জুলাইয়ের প্রথমদিকে পাকিস্তানের আন্তঃব্যাংক বাজারে প্রতি ডলারের দর ছিল ২০৪ দশমিক ৮৫ রুপি। এরপর দিন দিন তা বাড়তে থাকে। সবশেষ ২৯ জুলাই দেশটির মুদ্রাবাজারে এক ডলার বিক্রি হয় ২৩৯ দশমিক ৩৭ রুপিতে।
১৯৭২ সালের মে মাসের পর প্রধান আন্তর্জাতিক মুদ্রার বিপরীতে যা সর্বনিম্ন। এসময়ে স্থানীয় মুদ্রার ৫৭ শতাংশ অবমূলায়ন হয়।