বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ০৫:৪০ অপরাহ্ন
শিরোনাম :
সাইবার আইনের প্রত্যাহার হচ্ছে ৫৮১৮ মামলা নদী দূষণমুক্ত করা গেলে পরিবেশ উন্নত হবে ২৫ জেলায় নতুন জেলা প্রশাসক অফিস আদালত খুলেছে, যানচলাচল স্বাভাবিক ছাগলকাণ্ডে মতিউর ও তার স্ত্রী এবং সন্তানদের ব্যাংক হিসাব স্থগিত বরুড়ায় মামার বিরুদ্ধে ভাগিনার প্রতারণার গুরুতর অভিযোগ! মোশারফ প্যারিস অলিম্পিকে ডাক পেলেন অলিম্পিক রিংয়ে সাজবে আইফেল টাওয়ার প্রতি ভরি সোনার দাম এক লাখ ১৭ হাজার ৫৭৩ টাকা! বরিশাল প্লে-অফে শক্তিশালী হচ্ছেন রওশন, দুর্বল জিএম কাদের! খাদ্যপণ্যের দাম বেড়েছে ১৭ ফেব্রুয়ারি থেকে ৮ মিনিট পরপর চলবে মেট্রোরেল আওয়ামী লীগের মনোনয়ন পেলেন ৪৮ নারী প্রার্থী সিরিজ নির্বাচন করতে চায় ইসি

৩-০ গোলে বাংলাদেশের মেয়েদের ঐতিহাসিক জয়

রিপোর্টারের নাম :
আপডেট : সেপ্টেম্বর ১৩, ২০২২

দক্ষিণ এশিয়ার নারী ফুটবলে ভারতের শ্রেষ্ঠত্ব অনেক দিন ধরে। মেয়েদের সাফ চ্যাম্পিয়নশিপের পাঁচটি আসরেই আধিপত্য, সবক’টি শিরোপা তাদের ঘরে। এই দলটির বিপক্ষে আগে কোনও জয়ের রেকর্ড ছিল না বাংলাদেশের। তবে অতীতকে দূরে ঠেলে এবার নতুন ইতিহাস লিখলো লাল-সবুজ জার্সিধারীরা। প্রথমবার ভারতকে হারানোর আনন্দে মাতলো সাবিনা খাতুনরা।

আজ (মঙ্গলবার) নারী সাফে বর্তমান চ্যাম্পিয়নদের বিপক্ষে প্রথমবার জয় পেয়েছে বাংলাদেশ। স্ট্রাইকার সিরাত জাহান স্বপ্নার জোড়ায় বাংলাদেশ ৩-০ গোলে হারিয়েছে ভারতকে। এই জয়ে ‘এ’ গ্রুপের চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছে লাল-সবুজের দল। আগামী ১৬ সেপ্টেম্বর ভুটানকে হারাতে পারলেই ফাইনাল নিশ্চিত হবে গোলাম রব্বানী ছোটনের দলের।

কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামের গ্রুপ পর্বের এই লড়াইয়ের আগে মেয়েদের সাফে দুই দল ছয়বার মুখোমুখি হয়েছিল। বাংলাদেশ হেরেছে পাঁচটিতে, এক ম্যাচ গোলশূন্য ড্র। এই ছয় ম্যাচে বাংলাদেশ হজম করেছে ২১ গোল, দিয়েছে মাত্র ২টি। আর আজ সপ্তম ম্যাচে আক্রমণাত্মক ফুটবলের পসরা সাজিয়ে ভারতকে শুরু থেকেই ব্যতিব্যস্ত করে রাখে সাবিনা খাতুনরা। শুরুর মিনিট থেকে পরিপক্ক এক বাংলাদেশকে দেখা গেছে।

আক্রমণে কিংবা বল হারালে সব পজিশনে সাবিনারা রেখেছে অসাধারণ নিয়ন্ত্রণ। বলের নিয়ন্ত্রণ নিজেদের কাছে রেখে ৮ মিনিটে প্রথমবার বল জালে জড়ান কৃষ্ণা। তবে ফাউলের কারণে গোল বাতিল করে দেন রেফারি।

তবে চার মিনিট পরেই প্রথম সাফল্য পায় বাংলাদেশ। ১২ মিনিটে সাবিনা-কৃষ্ণা-স্বপ্না ত্রয়ীর সমন্বয়ে এসেছে গোল। অধিনায়ক সাবিনার পাসে কৃষ্ণার পা হয়ে বক্সের ভেতরে থাকা স্বপ্না নিখুঁত শটে লক্ষ্যভেদ করেন।

২২ মিনিটে ভারতের জালে আবারও গোল বাংলাদেশের। এবার স্বপ্নার সঙ্গে বল দেওয়া-নেওয়া করে ভারতের বক্সে ঢুকে যান কৃষ্ণা। বাঁ প্রান্ত ধরে এই ফরোয়ার্ডের কোনাকুনি শটে কিছুই করার ছিল না ভারতীয় গোলকিপার অদিতি চৌহানের।

২ গোলের অগ্রগামিতা ধরে রেখে বাংলাদেশ আক্রমণ অব্যাহত রাখে। যদিও গোল ব্যবধান আর বাড়াতে পারেনি। ভারত ফাঁকে ফাঁকে আক্রমণে উঠলেও গোলকিপার রুপনা চাকমার বড় পরীক্ষা নিতে পারেনি।

বিরতির পর বাংলাদেশ স্বভাবসুলভ খেলা খেলতে থাকে। ৫৩ মিনিটে তৃতীয় গোল করে বাংলাদেশ ছিটকে দেয় ফেভারিট ভারতকে। অধিনায়ক সাবিনার থ্রু পাস ধরে স্বপ্না দৌড়ে এসে বলের নিয়ন্ত্রণ নিয়ে প্লেসিং শটে পরাস্ত করেন ভারত গোলকিপার অদিতি চৌহানকে। ৬৪ মিনিটে জোড়া গোল করা স্বপ্নার জায়গায় ঋতুপর্ণা চাকমা মাঠে নামেন। তাতে করে অবশ্য আর কোনও গোলের দেখা মেলেনি।

৩ গোলের জয়ে নতুন ইতিহাস গড়ে মাঠ ছাড়ে বাংলাদেশ।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য সংবাদ