সাবেক প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদের ছেলে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সোহেল তাজ নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি পোস্ট দিয়ে আক্ষেপ করেছেন। বৃহস্পতিবার (২৭ অক্টোবর) সন্ধ্যা ৭টা ৪৩ মিনিটে আক্ষেপে ভরা ওই পোস্ট দেন তিনি।
১৯৭৫ সালের ৩ নভেম্বর জাতীয় চার নেতাকে নির্মমভাবে হত্যা করা হয়। বাংলাদেশের ইতিহাসে এটি কলঙ্কময় জেল হত্যা দিবস হিসেবে পরিচিত পেয়েছে। তবে জাতীয় চার নেতা আজ অবধি রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি না পাওয়ায় ফেসবুকে পোস্ট দিয়ে আক্ষেপ প্রকাশ করেন সোহেল তাজ।