হলিউডের ‘পাইরেটস অব দ্য ক্যারিবিয়ান’খ্যাত অভিনেতা জনি ডেপ ২৫ বছর পর আবার পরিচালকের চেয়ারে বসতে যাচ্ছেন।
ইতালীয় চিত্রশিল্পী অ্যামেডিও মোডিগ্লিয়ানির জীবন নিয়ে ‘অ্যামেডিও মোডিগ্লিয়ানি’ নামের বায়োপিক পরিচালনা করবেন তিনি। আল পাচিনো এবং ব্যারি নিভিডি এই সিনেমার সহ-প্রযোজক হিসেবে থাকছেন।
জানা গেছে, ডেনিস ম্যাকইনটায়ারের নাটকের ওপর ভিত্তি করে এবং জের্জি ও মেরি ক্রোমোলোস্কির লেখা থেকে নির্মিত হতে যাওয়া সিনেমাটিতে বিখ্যাত চিত্রশিল্পীর জীবনের গল্পের পুনরুত্থান হবে, যিনি ২০ শতকের প্রথম দিকে প্যারিসে বসবাস করতেন। আগামী বছরের বসন্তে ফ্রান্সে সিনেমাটির কাজ শুরু হবে। তবে সিনেমাটিতে কারা অভিনয় করবেন সে বিষয়ে এখনও বিস্তারিত কিছু জানানো হয়নি। এমনকি জনি নিজেই এতে অভিনয় করছেন কি না তাও এখনও নিশ্চিত নয়। তবে এ বছরই কোনো এক সময় এর অভিনেতা-অভিনেত্রী নির্বাচন হবে বলে জানা গেছে।