মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ০৩:৪০ অপরাহ্ন
শিরোনাম :
সাইবার আইনের প্রত্যাহার হচ্ছে ৫৮১৮ মামলা নদী দূষণমুক্ত করা গেলে পরিবেশ উন্নত হবে ২৫ জেলায় নতুন জেলা প্রশাসক অফিস আদালত খুলেছে, যানচলাচল স্বাভাবিক ছাগলকাণ্ডে মতিউর ও তার স্ত্রী এবং সন্তানদের ব্যাংক হিসাব স্থগিত বরুড়ায় মামার বিরুদ্ধে ভাগিনার প্রতারণার গুরুতর অভিযোগ! মোশারফ প্যারিস অলিম্পিকে ডাক পেলেন অলিম্পিক রিংয়ে সাজবে আইফেল টাওয়ার প্রতি ভরি সোনার দাম এক লাখ ১৭ হাজার ৫৭৩ টাকা! বরিশাল প্লে-অফে শক্তিশালী হচ্ছেন রওশন, দুর্বল জিএম কাদের! খাদ্যপণ্যের দাম বেড়েছে ১৭ ফেব্রুয়ারি থেকে ৮ মিনিট পরপর চলবে মেট্রোরেল আওয়ামী লীগের মনোনয়ন পেলেন ৪৮ নারী প্রার্থী সিরিজ নির্বাচন করতে চায় ইসি

১৭ জুলাই থেকে রাজনৈতিক দলের সঙ্গে ইসির সংলাপ শুরু

রিপোর্টারের নাম :
আপডেট : জুলাই ৬, ২০২২

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আগামী ১৭ জুলাই থেকে রাজনৈতিক দলের সঙ্গে সংলাপ শুরু করবে নির্বাচন কমিশন (ইসি)। চলবে ৩১ জুলাই পর্যন্ত। বাংলাদেশ আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টি এই তিনটি দলকে ২ ঘণ্টা। আর বাকি রাজনৈতিক দলগুলোর সঙ্গে এক ঘণ্টা করে বৈঠক করবে ইসি।

বুধবার (৬ জুলাই) নির্বাচন কমিশন ভবনে সময়সূচি প্রকাশ করেন ইসির অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ।

তিনি বলেন, ১৭ জুলাই (রবিবার) সকাল সাড়ে দশটা থেকে সাড়ে ১১ টা পর্যন্ত জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন, দুপুর বারোটা থেকে একটা পর্যন্ত বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট-বিএনএফ, বিকেল আড়াইটা হতে সাড়ে তিনটা পর্যন্ত বাংলাদেশ কংগ্রেস ও বিকেল চারটা হতে পাঁচটা বাংলাদেশ মুসলিম লীগ বি এম এল এ সঙ্গে বৈঠক কররে ইসি।

১৮ জুলাই (সোমবার) সকাল সাড়ে দশটা সাড়ে এগারোটা বাংলাদেশ ইসলামী ফ্রন্ট, দুপুর ১২ টা থেকে ১টা বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোট, আর আড়াই থেকে সাড়ে তিনটা খেলাফত মজলিস, বিকাল চারটা হচ্ছে পাঁচটা বাংলাদেশের বিপ্লবী কার্স পার্টি।

১৯ জুলাই (মঙ্গলবার) সকাল সাড়ে দশটা হতে সাড়ে ১১ টা বাংলাদেশ কল্যাণ পার্টি, দুপুর ১২ টা হতে দুপুর একটা ইসলামিক ঐক্য জোট, বিকাল আড়াইটা হতে তিন সাড়ে তিনটা বাংলাদেশ খেলাফত মজলিস, চারটা হতে পাঁচটা পর্যন্ত বাংলাদেশ সাম্যবাদী দল -এম এল।

২০ জুলাই (বুধবার) সকাল সাড়ে দশটা থেকে সাড়ে এগারোটায় গণতান্ত্রী পার্টি, দুপুর বারোটা হতে ১টা বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী লী পার্টি, বিকাল তিনটা হতে পাঁচটা পর্যন্ত বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি।

২১ জুলাই (বৃহস্পতিবার) সকাল সাড়ে দশটা হতে সাড়ে ১১ টা বাংলাদেশ তরিকত ফেডারেশন, দুপুর বারোটা হতে দুপুর ১টা বাংলাদেশ জাতীয় পার্টি, দুপুর আড়াইটা হতে তিনি সাড়ে তিনটা পর্যন্ত জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ ও বিকাল ৪ টা হতে পাঁচটা গণফ্রন্টের সঙ্গে সংলাপ করবে ইসি।

রবিবার (২৪ জুলাই) সকাল সাড়ে দশটা হতেই সাড়ে ১১টা পর্যন্ত বাংলাদেশ খেলাফত আন্দোলন, দুপুর বারোটা হতে দুপুর ১টা পর্যন্ত জাতীয় পার্টি- জেপি, আড়াইটা থেকে সাড়ে তিনটা পর্যন্ত জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডি, বিকাল চারটা হতে পাঁচটা ইসলামিক ফ্রন্ট ফ্রন্ট বাংলাদেশ।

সোমবার (২৫ জুলাই) সকাল সাড়ে দশটা হতে সাড়ে ১১ টা বাংলাদেশ মুসলিম লীগ, দুপুর বারোটা হতে দুপুর ১টা বাংলাদেশের ওয়াকার্স পার্টি , বিকাল ২:৩০ টা হতে সাড়ে তিনটা বাংলাদেশ সমাজতান্ত্রিক দল- বাসদ। আর বিকাল ৪ টা হতে পাঁচটা লিভারেল ডেমোক্রেটিক পার্টি-এলডিপির সঙ্গে সংলাপ অনুষ্ঠিত হবে।

মঙ্গলবার (২৬ জুলাই) সকাল সাড়ে দশটা থেকে সাড়ে এগারোটা পর্যন্ত জমিয়াতে ওলামায়ে ইসলাম বাংলাদেশ, দুপুর বারোটা হতে দুপুর ১টা বিকল্পধারা বাংলাদেশ, বিকাল ২:৩০ হতে সাড়ে তিনটা ইসলামী আন্দোলন বাংলাদেশ, বিকাল ৪ টা হতে ৫ টা পর্যন্ত ন্যাশনাল পিপলস পার্টি-এনপিপি।

বুধবার (২৭ জুলাই) সকাল সাড়ে দশটা থেকে সাড়ে এগারোটা পর্যন্ত বাংলাদেশ জাতীয় পার্টি-বিজেপি, দুপুর বারোটা হতে ১টা পর্যন্ত জাকের পার্টি, বেলা আড়াইটা থেকে সাড়ে তিনটা থেকে পর্যন্ত কৃষক শ্রমিক জনতা লীগ।

বৃহস্পতিবার (২৮ জুলাই ) সকাল সাড়ে দশটা থেকে সাড়ে এগারটা গণফোরাম, দুপুর ১২ থেকে ১টা বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি -বাংলাদেশ ম্যাপ, বেলা আড়াইটা হতে সাড়ে তিনটা বাংলাদেশ কমিউনিস্ট পার্টি।

রবিবার (৩১ জুলাই ) ১১ টা থেকে ১টা পর্যন্ত জাতীয় পার্টি ও বিকাল তিনটা থেকে ৫টা বাংলাদেশ আওয়ামী লীগের সঙ্গে সংলাপ করবে ইসি।

এসময় অতিরিক্ত সচিব বলেন, বৃস্পতিবার (৭ জুলাই) থেকে রাজনৈতিক দলগুলোর কাছে সংলাপের চিঠি পাঠানো হবে। প্রতিটি দল থেকে ১০ জন করে প্রতিনিধি অংশ নিতে পারবেন।

এর আগে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠক করলেও দেশের অন্যতম রাজনৈতিক দল বিএনপি অংশ নেয়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য সংবাদ