দৈনিক মজুরি ৩০০ টাকা করার দাবিতে এখনও কর্মবিরতি পালন করছেন হবিগঞ্জ ও সিলেটের চা-শ্রমিকরা। সিলেট জেলার ২৩টি বাগানের মধ্যে মালনিছড়াসহ ১৮টি বাগানে শ্রমিকরা কর্মবিরতি চালিয়ে যাচ্ছেন।
তবে গতকাল কাজে যোগ দিয়েছেন লাক্কাতুরা, ফতেহপুর, কেওয়াছড়া ও খাদিমসহ পাঁচটি চা-বাগানের শ্রমিকরা।
এদিকে, হবিগঞ্জের চা শ্রমিকরাও মজুরি বাড়ানোর দাবিতে আন্দোলন অব্যাহত রেখেছেন।
তবে, মৌলভীবাজারের বেশির ভাগ শ্রমিক গতকাল সকাল থেকেই কাজে যোগ দিয়েছেন। প্রায় দুই সপ্তাহ পর কর্মমুখর হয়ে উঠেছে সেখানকার চা বাগানগুলো।