আজ থেকে আগামী ১৫ দিন সেচের জন্য সারাদেশে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ দেয়া হবে বলে জানিয়েছেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু। এই বিদ্যুৎ সরবরাহ মধ্যরাত থেকে শুরু হয়ে ভোর পর্যন্ত চলবে।
আজ বুধবার (২৪শে আগস্ট) সকালে সচিবালয়ে এ কথা জানান বিদ্যুৎ প্রতিমন্ত্রী।
এসময় তিনি বলেন অফিস সময়সূচি এগিয়ে নিয়ে আসায় আজকে বিদ্যুতের পিক আওয়ার পরিবর্তিত হয়েছে। আগামী এক সপ্তাহ এই পরিস্থিতি পর্যবেক্ষণ করা হবে। গত একমাসে লোডশেডিং হওয়ার ফলে আশানুরূপ ফল পাওয়া যাচ্ছে বলেও জানান বিদ্যুৎ প্রতিমন্ত্রী।